Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

অসময়ের অকালযাত্রা

কিসের এত তাড়া ছিলো চলে যাওয়ার

কেবলই কি তীব্র দহন?

অভিমানের দেয়াল তুলে স্বেচ্ছা নির্বাসন!

খুঁচিয়ে খুঁচিয়ে ক্ষতটাকে ঘা বানিয়ে

ব্যার্থতার দায়টুকু সব কাঁধে নিয়ে

অন্তর্দহে জ্বলে পুড়ে ছাই উড়িয়ে।

নিস্প্রাণ পৃথিবীর জন্য আস্ফালন।

রঙিন পাখির মত প্রেমের সভায়

চির অম্লান শোভার নিবেদনে।

নৈবেদ্য ডালায় যত সুরের সুধা

যতটা প্রেমিক মনে ধরেছিলো।

কানায় কানায় যা পূর্ণ হয়ে

সকলের প্রাণে প্রাণ ছুঁয়ে যায়।

কতটা আত্নঘাতী ভালোবাসা?

অস্থানে বিকিয়ে দেওয়ার বাসনা।

নাকি সুখের নেশায় অসুখ বয়ে বেড়ানো?

জীবনের যত দায় এড়িয়ে

চলে যাওয়াই কি তবে নিশ্চিত?

এই বিষন্ন জটিল পৃথিবীর মায়ায়

হারিয়ে যায় যত অমূল্য প্রাণ

রয়ে যায় কিছু নির্লজ্জ ক্ষুদ্র আত্নার দল।

tamziadmin
tamziadmin
Articles: 75