Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

এক ভাবী উচ্চপদে জব করে, উচ্চ শিক্ষিতা, চাল-চলনে পরিপাটি তারপরও তার মধ্যে আত্নপ্রত্যয়ের অভাব দেখা যায়। সেই ভাবী অনেক সময় টিম আপ হয়ে ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি অন্যদের এটাক করেন, আসলে অন্যদের পেছনে লেগে থাকতে উনি খুব পছন্দ করেন। আসলে ভাবী নার্সিসস্টিক পার্সোনালিটি ডিসওর্ডারে ভুগছেন। আর যেকোন নার্সিসিস্টদের মতোই তিনিও ডীপলি ইনসিকিওর।
তো ভাবী সব সময় ভীতির মধ্যে বসবাস করে বিধায় অন্যদেরকেও তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয় ভীতি দেখিয়ে বশে রাখতে চায়। প্রসঙ্গ উঠেছে দ্বিতীয় বিয়ে করা নিয়ে।তারই একাংশ তুলে ধরা হলো।
ভাবীঃ দ্বিতীয় বউ আসলে সে কি আর ভালো হবে?!
ভাই২ঃ ভালো হবে নাকি মন্দ হবে সেটা আগে থেকে কে জানে! আপনার থেকেও ভালো কেউ আসতে পারেনা ভাইয়ের জীবনে?!
ভাবীঃ দ্বিতীয়জন আসবেই তো টাকার জন্য!
ভাই২ঃ সবাইকে নিজের মতো মনে করেন কেনো ভাবী?!
ভাবীঃ পরে যারা আসে তারা তো সবাই নিতেই আসে!
ভাই২ঃ আপনি মনে হয় অনেক দিচ্ছেন?! এই নিয়ে অনেক গর্ব হয় আপনার? ক্যামনে এতো শিওর হলেন যে, দ্বিতীয়জন খালি নিতেই আসবে?!
ভাবীঃ আমার মতো তো আর কেউ হবেনা! ( ভাইয়ের প্রতি তার অগাধ ভালোবাসা দেখানোর তাড়নায়)
ভাই২ঃ ভাইয়ের তো আপনার মতো আরেকজনের দরকার নেই! ভাইয়ের দরকার আনকোড়া নতুন একজন! আপনার একেকবারে বিপরীত!!
ভাবীঃ (ভাবী এইবার রেগে গেছেন) আপনি করেন নতুন বিয়ে!
ভাই২ঃ হাহাহা, ভাবী ভালো বলেছেন। বউটা মরে গেলে আরেকটা বিয়ে করাই যায়! দেখি সে সৌভাগ্য আছে কিনা কপালে!! তবে ভাবী আপনি মরে গেলেও মনে হয় পেত্নীর মতো ভাইয়ের ঘাড়ে চেপে বসে থাকবেন! এখন যেমনটা আছেন!!