Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

badass (বক-) ধার্মিক আন্টি

badAss আন্টি ভরা যৌবনে ছিলো rebelious, উদ্দাম প্রেম করে বেরিয়েছে। কোন বিধি-নিষেধ, কোন শাসনের ভয় আন্টিকে দমিয়ে রাখতে পারেনি। আন্টির দেহের ভাজে ভাজে ছিলো শিহরণ, তাতে যারা শিহরিত হয়েছে তারাই ভালো বলতে পারবে। আন্টি ম্যান হান্টিং এ নেমেছে, সেখানে কোন ছাড় দেয়া অযৌক্তিক। যার যা কিছু আছে তাই নিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে আর কি!

ভরা যৌবনে ভাটা পড়েছে, তারপরও সেই রোমহর্ষক দিনগুলোর কথা মনে পড়ে আন্টির গায়ের লোম খাড়া হয়ে যায়। দিনগুলো কতই না রোমাঞ্চকর ছিলো এই ভেবে ভেবে আন্টি sad হয়ে যায়। আর যারা এখন রোমাঞ্চ করে তাদের দেখলেই আন্টির গা-হাত-পা জ্বলে যায়। আন্টির জীবনে এখন কত জ্বালা, সেই অতীত রোমাঞ্চ হাত ছানি দিলে আন্টির আর গায়ে সয় না! আন্টির মনে তীব্র আক্রোশ, সেই আক্রোশ গিয়ে পড়ে কচি কচি নতুন আন্টিদের উপর, যতসব বেলেল্লাপনা, বেহায়া, নির্লজ্জ মেয়েছেলে কোথাকার! ছেলে দেখলেই হুস থাকেনা! মাথায় হিজাব নেই, চাল চলনে শালীনতা নেই, পর্দা নেই, না আছে চোখে পর্দা, না আছে পর্দা গায়ে গতরে!

আন্টি হতাশায় ক্ষোভে বোরকা ধরেছে, ধর্মে কর্মে আন্টির যত না মনোযোগ, তার থেকে বেশী মনোযোগ আন্টির অন্য আন্টিদের দিকে। কে কোথায় ভুল করলো, কার কিসে কমতি, কার আচার-আচরণ কতটা অশালীন, কে মাথায় কাপড় দিলো না, বুকে ওড়না পেচালো না ইত্যাদি ইত্যাদি। আন্টি এখন ব্যাক্তিগত উদ্যোগে moral policing এর দায়িত্ব নিয়ে নিয়েছেন, কচি কচি আন্টিদেরকে দীনের পথে আনতে প্রয়োজনে আন্টি তার ভাটা পড়া যৌবন উৎসর্গ করবেন।

tamziadmin
tamziadmin
Articles: 75