Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

badAss আন্টির জীবন ডোরম্যাট এর মতো, অন্যরা তাকে দিয়ে পা মোছার কাজে ব্যাবহার করে গেছে আর আন্টিও তা মেনে নিয়েছে। সেই জীবনে আন্টি এতোটাই অভ্যস্ত হয়ে গেছে যে, কেউ যদি আন্টিকে ডোরম্যাট হিসেবে ব্যাবহার না করে তাহলে আন্টি খুব মাইন্ড করে।
আন্টির পরিবারে নতুন সদস্য এসেছে, আন্টির আর পুলক ধরে না, ডোরম্যাট জীবনের দিন শেষ হয়ে এসেছে তার! আন্টি খুব করে চেষ্টা করছে নতুন সদস্যকে তার জায়গায় বসিয়ে দেয়ার, পুরোনো ডোরম্যাটে মানুষের আর আগ্রহও নাই যেনো! সবাই নতুন ডোরম্যাট চায়! বিপত্তি ঘটে যখন দেখা গেলো নতুন সদস্যের ডোরম্যাট হওয়ার কোন আগ্রহই নেই, তখন। ডোরম্যাট আন্টি কোনভাবেই মেনে নিতে পারেনা, কেনো সে নতুন সদস্য ডোরম্যাট হতে চায় না! তার গৌরবময় অতীতের কথা সে নতুন সদস্যকে শোনায়, তাতেও যেনো কোন কাজ হচ্ছে না। ডোরম্যাট হলে এই পাওয়া যায়, সেই পাওয়া যায় হেনো তেনো এইরকম নানা লোভও তাকে দেখানো হয়ঃ ভয়, লোভ কোনটাতেই কাজ হচ্ছে না!
আন্টি এখনও নতুন সদস্যকে ডোরম্যাট বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এইবার আন্টির ফন্দি অন্যরকম, সে নতুন সদস্যের মনে অপরাধবোধ জাগানোর জন্য নিজেই ডোরম্যাটের রোল প্লে করে যাচ্ছে, আর তাদের বাসায় যেই আসে তাকেই বোঝাচ্ছে নতুন সদস্য কত খারাপ, তাকে ডোরম্যাট বানিয়ে ফেলেছে। নতুন badAss আন্টি সুযোগ পেয়ে সবার সামনে এসে বলে, দুই-চার দিনেই যদি কাউকে ডোরম্যাট বানানো যায় তাহলে তো আমিই badAss আন্টি, ডোরম্যাট আন্টি badass হয় কি করে?!