Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

BADASS আন্টির চাকরি সমাচার

badass আন্টি সবে জবে জয়েন করেছে, জব করতে আন্টির খুব ভালো লাগে তা না কিন্তু মাস শেষে মোটা বেতন হাতে পেলে মনটা আন্টির খুশিতে ভরে ওঠে, ইচ্ছেমতো খরচ করা যায়!

আন্টির জব শুরু করেছে অনেকদিন হয়ে গেছে বছর না ঘুরালেও কয়েক মাস চলে গিয়েছে। অফিস শেষে আন্টির আর মনে হয়না কিছু করতে। শুয়ে বসে আরাম করতে ইচ্ছে করে, আবার ঘরে তৈরী খাবারও সে মিস করে। মনে মনে ভাবে সে যদি ছেলে হতো আজকে সে টুকটুকে বউয়ের আবদার করতে পারতো, যে কিনা দিনশেষে তার জন্য মজার মজার খাবার বানিয়ে বসে থাকতো। যেই ভাবা সেই কাজ, আন্টি এক জুনিয়রকে পটিয়ে ফেলে এক সাথে খাওয়ার জন্য। আন্টির মনে মনে ফন্দি সে বাজার করবে আর জুনিয়র রান্না করবে, সে শুধু আরাম করে বসে বসে খাবে। কিন্তু বাস্তবে দেখা গেলো জুনিয়র মেয়েটা ঠিকই রান্না করে কিন্তু সে মনে মনে বিরক্ত আন্টি রান্না বান্নায় কোন রকমে সাহায্য করেনা বলে, খাবার খাওয়ার সময় জুনিয়র মেয়েটা সব ভালো ভালো খাবার খেয়ে আন্টির জন্য বাকি খাবার রেখে দেয়। আন্টি মনে মনে রেগে যায় আজ যদি সে ছেলে হতো ঠিকই তার বউ তাকে এরকম অবহেলা করতো না! আন্টি বুঝে যায় জব করেও লাভ নেই, জব করলেও হয়তো কোন এক আকাইম্যা তার ঘাড়ে এসে জুটবে যাকে কিনা রান্না করেও খাওয়াতে হবে, আবার হাত খরচাও দিতে হবে মাসে মাসে। মেয়ে হওয়ার অসুবিধা হিসেব করে রাগে দুঃখে অভিমানে আন্টি জব ছেড়ে দেয়।

badass আন্টি এখন জব ছেড়ে দিয়েছে, আন্টি এখন পুরোপুরি ঘরকন্যায় মনোযোগী, কিন্তু বিয়ের মাজারে আন্টির তেমন বাজারদর নেই, কেউ জিজ্ঞেস করেনা আন্টি কত ভালো রান্না করতে পারে! কত দ্রুত সে একটা আস্ত কাঁথা একাই সেলাই করে তোলে! সবাই খালি জিজ্ঞেস করে আন্টি কতদূর পড়াশোনা করেছে, চাকরি-বাকরি করে কিনা বা ভবিষ্যতে করবে কিনা ইত্যাদি ইত্যাদি। যারা আগ্রহ দেখায় তারা বেশীরভাগই বুইড়া ধামড়া, মামা-চাচার বয়েসী, কিংবা যাদের ঘরে অসুস্থ মা-বাবা আছে যাদের পরিচর্চার জন্য একজন সংসারী মেয়ে দরকার। এইসব সংসারের ঢুকা মানে তাদের চৌদ্দ গোষ্ঠির ঘানি টানার মতো ব্যাপার সেপার। এই সবকিছু যাচাই বাছাই করার পর আন্টি এখন সংসার আতঙ্কে ভুগছে।

সংসারের শখ আন্টির চলে গিয়েছে আপাতত, আবার উচ্চ বেতনের জবের আকাংখাও আন্টির চলে গিয়েছে অনেক আগেই। আন্টি এখন জব খোঁজে, এমন জব যেখানে বেশী পরিশ্রম নেই আবার বেতনও বেশী।

tamziadmin
tamziadmin
Articles: 75