Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মোটা ভাইয়ের মোটা মাথা

কথোপকথন ১ঃ

মোটা ভাইঃ ভাবী আপনি এতো ডায়েট করেন কেনো? আপনি তো এমনিতেই স্লিম আছেন!

স্লিম ভাবীঃ ভাই আপনাকে দেখে ডায়েটের আগ্রহ বেড়ে যায়। ভয়ে থাকি সব সময়- বেশী বেশী খেয়ে আবার আপনার মতো ইয়ে হয়ে না যাই!

কথোপকথন ২ঃ ভাবী আপনি এখনো ডায়েট করেন?

ভাবীঃ ভাই আপনি এখনো বেশী বেশীই খেয়ে যাচ্ছেন?!

কথোপকথন ৩ঃ

মোটা ভাইঃ ভাবী আপনারা তো খেতে পারেন না! আপনারা হলেন গিয়ে ইয়ে মানে বোরিং! ভোজন রসিক হলে ঠিকই এতো এতো খাবারের আয়োজন ছাড়া আপনাদের চলতোই না!

ভাবীঃ চৌদ্দ পদ ছাড়া আপনার চলেনা এই নিয়ে বাহাদুরির কিছু দেখিনা। হাতি বেশী খেতেই পারে আর তাতেই সে দাবী করতে পারেনা যে বানর ভোজন রসিক না!

tamziadmin
tamziadmin
Articles: 75