Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

দুই ভাবীর মধ্যকার কথোপকথনঃ
ভাবী১ঃ ভাবী কি করে সময় কাটান আপনার, আমার তো সময়ই কাটেনা! মনের মতো কোন সার্কেল খুজে পেলাম না এখন পর্যন্ত! সার্কেলে বসে মাঝেমধ্যে কারো একটু সমালোচনা করতে না পারলে কি আর ভালো লাগে!
ভাবী২ঃ আরে সমালোচনা করবেন না কেনো?! হাজারবার সমালোচনা করবেন, ওই একটু বুদ্ধি খাটায়ে করবেন আরকি! এই যে, আমি ওমুক ভাবীর সাথে আপনার একটু সমালোচনা করেছি, দেখার জন্য যে সেই ভাবী কথা লাগায় কিনা! যদি দেখি সেই ভাবী কথা লাগায়, তাহলে ওই ভাবী থেকে ভবিষ্যতে সাবধান হয়ে যাবো। সমালোচনা-আলোচনা অবশ্যই করবেন! কেনো করবেন না?! এইগুলা না করলে আমরা নিজেদের শুধরাবো কি করে?!
ভাবী১ঃ তাই নাকি ভাবী! আপনি আমার কি সমালোচনা করেছিলেন?
ভাবী২ঃ কি যে বলেন ভাবী! আপনার কিছু আছে নাকি সমালোচনা করার মতো। ওই একটু দুষ্টুমি করেছি একটু! আপনি ভাবী আপনার কানে কিছু আসলেও বিশ্বাস কইরেন না! জানেনইতো মানুষের মুখে কথা ঘুরতে ঘুরতে আসল কথাটাই চেঞ্জ হয়ে যায়! ওই যে কাউয়ার গল্প শোনেন নাই ভাবী?! এক মহিলার কালো বাচ্চা হইছে এই খবর মানুষের মুখে ঘুরতে ঘুরতে শেষমেশ সবখানে চাওড় হয়ে যায় যে সেই মহিলা এক কাউয়ার জন্ম দিয়েছে!