Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মায়ের অতি আদরে বেড়ে ওঠা এক কাজিন কিছুই পারেনা, মুরগীর ঠ্যাং ছাড়া অন্য কোন পার্টও সে খাওয়া শেখেনি। তাই আমাদের বাসায় হোক কিংবা ওর বাসায় মুরগীর ঠ্যাং ওর পাতেই দিতে হবে সবার আগে। ওর বাসায় যেয়ে চা বানিয়ে ওকেই খাওয়ায়ে আসতে হতো; এমন না যে আমরা ফকিরের ছা, তারপরও আমার মায়ের ওদের প্রতি স্নেহাধিক্যের কারনে আমরা এসব করতাম। আমার মায়ের আমাদের নিয়ে অনেক নালিশ-অভিযোগ ছিলো, কিন্তু ওই কাজিনকে নিয়ে তার মায়ের মুখে কখনো কোন রকমের অভিযোগ আমরা শুনিনি। বরং সব সময় শুনেছি তার ছেলেমেয়েদের মতো ইহধামে আর কেউই নেই, এরা এতোটাই নিস্পাপ যে তারা কারো গায়ে টোকা পর্যন্ত কখনো দেয়নি। মায়ের পারফেক্ট জগতের ইম্পারফেক্ট আমরা আফসোস করতাম মায়ের মনের মতো না হতে পেরে।
আমার সেই কাজিন আমাদের সামনে কখনো টু শব্দটি করেনি, আবার তার সামনে কেউ পিপাসায় মরে গেলেও মনে হয়না ওর কোন খেয়াল হবে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার কথা, বলা চলে ভাবের জগতেই তার বসবাস। তো সেই কাজিন আমার প্যালেস্টাইনের সাপোর্টে বিশাল বিশাল স্ট্যাটাস শেয়ার দেয়, সেই স্ট্যাটাস গুলোও খুব সম্ভবত তার নিজের লিখা না অন্য কোথাও থেকে কপি করা। নিজের কিংবা নিজের পরিবারের অন্য কোন সদস্যের ব্যাপারে যার ভ্রুক্ষেপ নেই তার এইসব স্ট্যাটাস দেখে আমি টাস্কিত হই। এখানে আমি আবার আমার সেই কাজিনের সমালোচকদের দলেই পড়ি! যে মেয়ে এক গ্লাস পানি ভরিয়ে খায় না, সেই মেয়ে কিনা বিশ্ব রাজনীতি নিয়ে উদ্বিগ্ন ও বেশ সক্রিয়।
সেই কাজিনের কোন সমালোচনা শুনিনি কখনো তবে তার বিয়ের পরপর তার মা একবার আমাদের বাসায় এসে রাগে গজগজ করছিলো আর আমার মায়ের কাছে আউরাচ্ছিলোঃ- “আমি অফিস থেকে এসে মাত্র বাসায় ঢুকেছি আর ও আমারে কয় কিনা- মা আমারে এক কাপ চা বানায়ে দাও প্লিজ, মাথাটা ধরে আছে!
এইসব কথা শুনে আমি জপতে শুরু করিঃ “বল হরি হরি বল”-ভগবান বিষ্ণু আধ্যাত্মিক উন্নতির পথে বাধা দূর করেন!