Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

এমনটা হতো না!

তুমি অনেক সংগ্রাম করেছো

প্রাণপণে অনেক দৌড়িয়েছো

প্রতিযোগিতায় নেমে হাঁপিয়ে

এবার যখন একটু জিরুবে

দেখলে তোমার চারপাশ লন্ডভন্ড

একা হাতে সব সামলাতে গিয়ে

কাউকে কিছু করার সুযোগ দাওনি

যারা দায়িত্ব নেবে তারা জানেনা

কিভাবে কি করতে হয়, সামলাতে হয়।

সারাজীবন সংগ্রামের ভিতর কাটিয়ে

তোমায় মানুষের পূজো দেয়ার কথা

সেই তুমি দেখছো সবাই নারাজ

সবার ভেতরের চাপা ক্ষোভ যেনো

উগরে দিচ্ছে তোমারই উপর।

তুমি বুঝতে পারছো না কিছুতেই

কোথায় কিসে কমতি ছিলো

সবার কল্যাণে প্রাণ পাত করেও

আজ তুমি বিচারের কাঠগড়ায়

যেনো তুমি কোন‌ বিরাট ভুল করেছো।

আসলে কি চেয়েছিলে তুমি

সবকিছু তোমার মনের মতো চলুক?

তুমি যেমনটা স্বপ্ন দেখেছো

সেই আদলে তোমার বাস্তবতা।

সবারই তো স্বপ্ন থাকে, নিজের মতো

সবার ইচ্ছে করে স্বাধীনভাবে চলার

নিজের ভাগ্য নিজের হাতে গড়ার।

তাদের স্বপ্নের কথা জানতে চেয়েছো?

নাকি তাদের স্বপ্নের উপর নিজের –

ইচ্ছে অনিচ্ছে চাপিয়ে দিয়ে ভেবেছো

আমিই তো ভালো বুঝি ওদের থেকে

ওরা অবুঝ, দূরদর্শিতা রাখেনা

ওদেরকে বুঝিয়ে বললেও

ঠিকঠাক বুঝতে পারবে না।

হতবাক তোমার উত্তরটা অজানা

একটু আরাম আর নিজের যত্ন বুঝলে

এইসব দিনগুলোতে এমনটা হতো না!

#কবিতা ৩১/০১/২০২৪

tamziadmin
tamziadmin
Articles: 75