Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

DivineFeminineEnergy

ভজন রসনা!

কোন দেবী নই আমি,

নেই কোন অসূরীয় শক্তি

মানুষ আমি, আমি নারী

পুজোর ঢালা সাজিয়ে

আরতির প্রদীপ জ্বালিয়ে

আমার মঙ্গল শক্তিকে

জাগ্রত করতে পারো

শ্রদ্ধা ভয় ও ভক্তি মেশানো

দূর্বলের উপাসনায়

আমার অশুভ শক্তিকে

কৌশলে রুখতেই পারো!

দেবীকে উতসর্গ করে পূজো অর্চনা

ডাকিনী নাম দিয়ে লাঞ্ছনা-গঞ্জনা

অনেক পেয়েছি, অনেক সয়েছি

অঞ্জলী ভরে প্রসাদ নিয়েছি

দশ হাতে ভালোবাসা বিলিয়েছি!

না হয়েছে ভগবান সন্তুষ্ট

পারেনি হতে দেবীও তুষ্ট!

ভন্ড ভক্তের দল বেড়েছে কেবল

দিনে দিনে সব হয়েছে হৃষ্ট পুষ্ট।

দ্বিগুন তালে মালা জপে যায়

দীপ নিভে যায় উদাসী হাওয়ায়

অগ্নী পরীক্ষা পার হলে পরেই

যথানিয়মে হয় দেবী বিসর্জন

পাশ কিংবা ফেইল এইসব নিয়ে

মূর্খ দলের নিস্ফল আস্ফালন।

তোমাদের এই আগমনী গান

আরাধনায় বৃথা বলিদান

দেবীর কোনই কাজে আসেনা

দেবী নাম করে যাকিছু করো

সেতো কেবল সংসারী মনের

লৌকিক ব্যবসায় উপাচার

রন্ধনশালের হেশেল মশল্লা

রোজকারের ভোজন-রসনা।

#কবিতা ৭.০৫.২০২৪

tamziadmin
tamziadmin
Articles: 75