Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আমার আমি

কেবলই কি আমি

নাকি আমার ভেতরেই বাস করে

বহুরূপে অন্তর্যামী।

আমায় চিনেছি?

সৃষ্টিকর্তা খুঁজতে গিয়ে

কেবলই নিজেকে পেয়েছি।

সৃষ্টিকর্তা কোথায়?

এইতো আমারই মাঝে

চিরন্তন সর্বদাই।

তোমার মাঝে খুঁজে পেয়েছ?

নিজেকে আগে বুঝে দেখো

তুমি আর আমি এক নই,

হ্যা তবে নই আলাদাও।

তোমার মাঝে বাস করে যে

আমার মাঝেও খুঁজে পাবে তা।

এক কি করে হয়?

একই রুপের ভিন্ন অবয়ব।

তোমার ভালোয় আমার কি লাভ

আমার লাভে তোমার লোকসান?

লাভ-লোকসানের ইকুয়েশনে

একটাই ভ্যারিয়েবল

আমার লাভে তোমার ক্ষতি হবেনা

তবে আমার ক্ষতি তোমাকে ছোবেনা কি?

তবে কিভাবে নিচ্ছ মনে

তার হিসাব হবে প্রতিক্ষণে

প্রসন্ন মন কেবল সুখই বাড়ায়

ভালোবাসা দুঃখ কমায়।

খুঁজে ফিরি বাহুল্য বর্জিত আমার আমি

আমার ভেতরে বাস করে অন্তর্যামী।

#কবিতা

৩/০৭/২০২১

tamziadmin
tamziadmin
Articles: 75