Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মানুষের নির্বুদ্ধিতা

ইটালিয়ান ইকোনোমিস্ট ও হিস্টোরিয়ান কার্লো ম. সাপোলা হিউম্যান স্টুপিডিটিকে সংজ্ঞায়িত করছেন এভাবেঃ ” actions that harm others without providing any benefit to the person engaging in them” অর্থাৎ এমন কিছু কার্যকলাপ যার মধ্য দিয়ে ব্যাক্তির নিজের বা অন্যের কোন ধরনের উপকার হয় না। মানুষের স্টুপিড behaviour কে বিচার করে তিনি স্টুপিডিটিকে চারটি শ্রেণীতে ভাগ করেছেনঃ ১) অক্ষম (the helpless) ২) বুদ্ধিমান ( the intelligent) ৩) সুবিধাবাদী (the opportunistic) ৪) যুক্তিহীন (the irrational)।

দূর্ভাগ্যজনকভাবে এই চার শ্রেণীর স্টুপিডদের সব সোশ্যাল শ্রেণীতে ব্যাপক হারে দেখা যায়। তার মানে বলা যায় স্টুপিডিটির কোন শ্রেণীভেদ নেই। দিনমজুর থেকে শুরু করে তথাকথিত উচ্চশিক্ষাধারী সব দলেই এই স্টুপিড লোকজন খুঁজে পাওয়া যাবে এবং তাদের আধিক্য বেশ উদ্বেগজনক। চার শ্রেণীর স্টুপিডের মধ্যে সবচেয়ে বেশী মারাত্নক হলো the irrational- যুক্তিহীন স্টুপিড। কেনো এরা এতো ভয়াবহ পারিবারিক ও সামাজিক আবহে? কারন এদের আচার আচরণ ও চিন্তাপ্রক্রিয়ায় কোন যুক্তি খুঁজে পাওয়া যায় না, তাই এদেরকে সনাক্ত করা সম্ভব হয় না। অন্যসব স্টুপিড শ্রেণীতে যারা পড়ে তাদের উদ্দেশ্য ও আচার আচরণ অনেকটাই অনুমানযোগ্য। এবার আসি এই চার শ্রেণী নিয়ে বিস্তর আলোচনায়।

১) অক্ষম (the helpless) – এই শ্রেণীর যারা তারা অন্য কারো ক্ষতি করে না বরং অনেকক্ষেত্রে অন্যের জন্য লাভজনক প্রজেক্ট হয়ে থাকে। এই শ্রেণির সমস্যা হলো এরা নিজের উপকারে আসে এমন কিছু করতে পারে না, বরং এরা নিজের ক্ষতি হয় এমন কিছুতে জড়িয়ে পড়ে সেখান থেকে আর বেরোতে পারেনা। এদেরকে তাই অসহায়, অজ্ঞ ও অক্ষম (the helpless) বলা হয়।

২) বুদ্ধিমান ( the intelligent)- এই শ্রেণীর যারা তারা ব্যাক্তি ও অন্যের উপকার হয় তেমন কিছুতে নিযুক্ত থাকে। এরাই বলা চলে যেকোন সমাজের চালিকাশক্তি। তবে দুঃখের বিষয় হলো যেকোন সামাজিক কাঠামোয় এই শ্রেণীর উপস্থিতি অনেক কম, অন্য স্টুপিড শ্রেণীর ব্যাপক উপস্থিতিতে এইসব লোকের উপস্থিতি অনেক সময় নগন্য হয়ে দাড়ায়।

৩) সুবিধাবাদী (the opportunistic)- এই শ্রেণীর লোকজনের সমস্যা হলো এরা শুধু নিজের সুবিধা খোঁজে, আর নিজের লাভ দেখতে গিয়ে এরা অন্যদের ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।এই শ্রেণীর মানুষ অন্যদের সুবিধা-অসুবিধা দেখার প্রয়োজন মনে করেনা, কেবল নিজের সুবিধা পেলেই এরা খুশি। তবে সুখের ব্যাপার হলো এদেরকে সনাক্ত করা অতি সহজ, তাই এদের থেকে সাবধান হওয়া যায়।

৪) যুক্তিহীন (the irrational)- এরা হলে সবচেয়ে ভয়াবহ রকমের স্টুপিড। এদের স্টুপিডিটিতে কোন ধরনের যুক্তি খুঁজে পাওয়া যায় না। এদের চিন্তা, ভাবনা, যুক্তি সামগ্রিকভাবে কোন অর্থ বহন করেনা। তাই এদের যেকোন কর্মকান্ডে এরা নিজেরা যেমন ক্ষতির সম্মুক্ষীন হয় তেমনি ক্ষতিগ্রস্ত হয় অন্যরা। এদের যেকোন উদ্যোগ মনে হতে পারে খুব সম্ভাবনাময়, কিন্তু এক সময় এসে দেখা যায় এদের চিন্তা, যুক্তি ও পরিকল্পনার কোন আগা মাথা নাই। আর যেকোন পতনের পেছনের কারন হচ্ছে এই যুক্তিহীন দল, তারা কেবল আবেগের বশে চলে, তা ব্যক্তি জীবন নিয়ে হোক, ধর্ম নিয়ে হোক, ডিগ্রী নিয়ে হোক, কোন প্রতিষ্ঠান নিয়ে হোক, সমাজ বা সংস্কৃতি নিয়ে হোক না কেনো।

সাপোলার হিউম্যান স্টুপিডিটি দিয়ে আমাদের সামাজিক চিত্র পরিস্কারভাবে বোঝা যায়। স্টুপিডিটি যখন কোন সমাজের চালিকাশক্তি(driving force) তখন আসলে সে সমাজের পতন অবশম্ভাবী

tamziadmin
tamziadmin
Articles: 75