Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

নিজের জালে নিজেই বন্দী!

এক আধুনিক ভাবী সময়ের দাবীমতো উচ্চ বেতনে চাকরী করে, সে আবার ভালো ড্রাইভও করতে পারে। কিন্তু ছোটবেলায় সে যেমন স্বপ্ন দেখেছে বাবা-চাচা-মামাদের মতো হতে পারলে তাকে আর ঘরের কাজ করতে হবেনা। ঘরের কাজ যারা করে তাদেরকে তার কাছে সব সময়ই দূর্বল, অসহায় ও পরজীবী বলে মনে হয়েছে। কিন্তু এতোকিছু অর্জন করলেই তো হবেনা, তাকে সংসারও শুরু করতে হয়েছে। সংসার জীবনে এসে সে দেখলো তাকে যেমন বাইরের কাজ করতে হয়, ঘরে এসেও তাকে প্রায় সবকিছু সামলাতে হয়, টুকটাক সাহায্য যে সে পায়না বরের থেকে তাও না। বাইরে সবকিছু সামলে ঘরের কাজ যখন সে করছে তখন সে নিজেকে চাকর-বাকর বলে মনে করছে, বাবা-চাচা-মামাদের মতো জীবনটা অত আরামদায়ক বলে মনে হচ্ছেনা। এমনকি সে বলেও ফেলছে যে, সে যেনো একটা কেনা বাদী-দাসী, তাকে দিয়ে সবকিছু করানো হচ্ছে which is not fair।তার ছোট্ট মেয়ে এখন মায়ের এই কথাই সবখানে বলে বেড়ায়।

মেয়েঃ মা বলে যে মা একটা কাজের মহিলা!

বান্ধবীঃ আন্টিকে তো সুপারমম মনে করি আমি! আমার মা যদি ওনার মতো cool হতো কত ভালোই না হতো!

মেয়েঃ মা গাড়ী চালাতে জানে।মা ঘরের কাজ করে। মা অফিস করে। আমার মা সবকিছু করে, সে একটা সুপারমম এটা ঠিক। আমার মা সুপারমম আবার আমার মা কাজের মহিলাও! মা নিজে বলে এই কথা।

বান্ধবীঃ সুপারমম আবার কাজের মহিলা দুইটা একসাথে যায় না। হয় সে সুপারমম হবে, নয় সে কাজের মহিলা হবে! তোর মা আসলে কোনটা?

মেয়েঃ আমার মা মনে হয় কাজের মহিলা। মা হয়তো ভেবেছিলো সুপারমম হতে পারলে কাজের মেয়ে হায়ার করা যায়, যে ঘরের সবকিছু করে দিবে। কিন্তু দেখা গেলো মা নিজেই কাজের মেয়ে হয়ে গিয়েছে! কাজের মেয়েও না ঠিক, মা অনেকটা সেই দাসপ্রথার সময়ের দাসী একটা, নিজের জালে নিজেই বন্দী!

tamziadmin
tamziadmin
Articles: 75