Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

যত বাধা তত প্রেম!!!

এক অনুষ্ঠানে মা-বাবার সাথে অনেক ছোট ছোট ছেলে-মেয়েদের আসর জমেছে। প্রত্যেকটি বাচ্চা এতো সুন্দর! এক ভাবী হুট করে সেই বাচ্চাদের মধ্যে থেকে এক মেয়ের প্রশংসা করে বসলেন।

ভাবী১ঃ মেয়েটা কি সুন্দর!

ভাবী২ঃ  সুন্দর হলেও ও কিন্তু সাংঘাতিক ভাবী!

ভাবী১ঃ (ভাবীর একথা শুনে মজা পেয়ে) কি বলেন ভাবী মেয়েটাকে তো ছেলের বউ হিসেবে পছন্দ হয়!

ভাবী২ঃ ওকে ছেলের বউ করলে আপনার নাকানিচুবানি খেতে হবে, ভুলেও সেকথা ভাববেন না!

ভাবী১ঃ আপনি তো দেখি ভাবী বিয়ে ভাঙানি দিচ্ছেন, ওই যে দেশে অনেকে যেমন মেয়ের বদনাম করে বিয়ে ভেঙে দিতে চায়!

ভাবী২ঃ নির্বিকার, যেনো তিনি জনহিতকর কাজে নেমেছেন!

অদ্ভুত এইসব মানুষ যারা অন্যদেরকে এতো বোকা ভাবে যে মনে করে তারা যা বলবে অন্যরাও তাদের সাথে একই তালে নাচবে! ছেলে মেয়েরা বড় হলে কে কাকে চয়েস করবে, কাকে বিয়ে করবে তা কে বলতে পারে! গাছে কাঁঠাল গোঁফে তেল দেওয়ার মতো অবস্থা আর কি! আর ছোট একটা মেয়ে সে বড় হয়ে কেমন হবে, আর তার মেয়েই বা বড় হয়ে কি হবে একথা চিন্তা করার অবসর মনে হয় তাদের নেই! এই ঘটনার পর আরও অনেক ঘটনা ঘটে, এরকম ঘটনার চক্রে ছোট ওই মেয়েটিকে ভাবী১ এর আরও বেশি বুকে টেনে নিতে ইচ্ছে হয়, দেখতে ইচ্ছে করে মেয়েটিকে কাছ থেকে কেমন লাগে! এ যেনো সেই বাংলা সিনেমার মতো; যত বাধা আসে তত বেশী ভালোবাসা বেড়ে যায়!!

tamziadmin
tamziadmin
Articles: 75