Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

যদিও তুমি আমার অস্তিত্ব স্বীকার করো না
তবুও তোমার অতি নীবিড়েই আমি আছি
হেলাফেলা অনাদরে অজ্ঞতার বীজ বুনেছো
অংকুরিত সেই চারাগাছ আকাশ ছুঁয়ে যায়।
আলোর সাথে আঁধারের যে চির সংযোগ
এই নিদারুণ সত্যকে হেসেই উড়িয়ে দিবে?!
এতো হালকা এ ব্যাপার?! কি করে তা ভাবলে?!
দুয়ারে ঠাঁয় দাঁড়িয়ে অনাহুত অতিথি এক
তোমার শুকনো মুখে, কথা জড়িয়ে যায়!
হঠাতই জমাট ঘন আঁধারের বাঁধ ভেঙেছে
আতংকিত চিৎকারে তোমার দ্রুত পলায়ন
এতো তুমি নও, তোমার রূপে অন্য কেউ!
কালী রুপে কেনোইবা মা দূর্গার ধরণীতে অবতরণ?
যেনো ফেরেশতার ছায়ায় কোন ইবলিসের অবয়ব!
অস্তিত্বের অর্ধেক, তবুও যেনো নিতান্তই অবাঞ্চিত
বিড়ম্বনায় জিভ কাটো! আগাগোড়া পর্দায় ঢাকো!
তাড়াহুড়োয় লুকিয়ে ফেলো আড়ালে।
ছিঃ কি বিশ্রী ব্যাপার! তোমার ভীষণ লজ্জা!!
স্বাভাবিক মানবীয় আবেগ অনুভূতিগুলোও
সে সবই যেনো কোন এক অজানা গোপন ব্যাধি!
পাছে কেউ জেনে যায়, সারাক্ষণ এই এক শংকা।
ভালো লক্ষীমন্ত একটা মেয়েকে কে না চায়।
এই দেখেশুনে দুষ্টু দুরন্ত মেয়েটা কোথায় পালায়!
মেয়ের ভেতরে কোন রাগ-লোভ-হিংসা নেই
অতি গর্বিত মা-বাবা পাড়ায় পাড়ায় বলে বেড়ায়।
তাদের কথা সত্য প্রমাণে তুমিও মাইক ভাড়া করো
রাস্তার মোড়ে মোড়ে সজোরে ঘোষণা দাও!
ভক্তিভরে ফুল দেয় কোন এক গোবেচারা পূজারী!
এরপর তুমি আমার কথা একদম ভুলে যাও
এখন আমাকে তুমি আর চিনতেই পারো না!
ভীষণ অভিমান হয় আমার, গাটে গাটে ব্যাথা।
আজ আমি মহামারী-দূরারোগ্য ব্যাধি এক
কবিরাজ বদ্যির পিছে তোমার নিত্য ছুটোছুটি।
#কবিতা ২৩.১২.২০২৪