Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ইদানিংকালে দেশের অনেক মা-বাবার মুখেই শুনি যে আমাদের ছেলেমেয়েরা কি আর বিয়ের ঝামেলায় যাবে, ওরা দেখা যাবে আর বিয়েই করবে না ইত্যাদি ইত্যাদি। এইসব ভাবনা যখন শুনি তখন ব্যাপারটা নিয়ে চিন্তা চলেই আসে। লিবারেল দেশে এসে ভেবেছিলাম এখানকার মানুষজন হয়তো যেমন ইচ্ছে তেমন জীবন যাপন করে, অন্তত বাইরে থেকে আমরা তেমনটাই কল্পনা করে এসেছি। Liberalism একটি political দৃষ্টিকোণ, যেখানে মানুষের উপর কোনকিছু চাপিয়ে দেয়া যাবেনা, সেটা যত ভালোই হোক না কেনো। ব্যাক্তি যদি তার জন্য ক্ষতিকর কিছু বেছে নেয় সেখানেও বাঁধা দেয়া যাবেনা। যেজন্য অনেক মা-বাবাই ভয়ে আক্রান্ত হয় এবং তাদের সমস্ত কার্যকলাপ ভয়েই তাড়িত হয়ে হয়। আমাদের দেশের মা-বাবার বড় ভয় সন্তান কোন সম্পর্কে না জড়িয়ে পড়ে! ইদানিংকালে অনেকের চিন্তা সন্তানেরা হয়তো বিয়েই করবে না। অনেকে এজন্য ভয়ে চালিত হয়ে অনেক মা-বাবা সন্তানের বিয়ের সম্ভাবনা/আগ্রহ নষ্ট করে দিতে পারে। অনেকে আশাবাদী প্রগ্রেসিভ চিন্তাভাবনার অধিকারী মা-বাবা মনে করতে পারেন সন্তানদের এটা একটা বিশাল সুযোগ সবচেয়ে ভালো অফার লুফে নেওয়ার। আসলে বিয়ের প্রয়োজন আছে কি? নানা মতভেদ থাকতে পারে, তবে সন্তান লালন-পালনের জন্য বিয়ের কোন বিকল্প নেই। যখন দুজন ব্যক্তি সন্তান লালন-পালনে আগ্রহী হয় তখন একটা স্ট্যাবল স্ট্রাকচারের প্রয়োজন আছে বৈকি, যদিও সম্পর্কের শুরুর দিকে এসব অনেকের মাথায় থাকেওনা। তবে অনেকের জন্য আশার কথা হলো বিয়ে প্রথা আসলে উঠে যাচ্ছেনা, লিবারেল দেশেও মানুষ বিয়ে-থা করে, বাচ্চা-কাচ্চা পয়দা করে দিব্যি সংসার করে যাচ্ছে, দুজনে বনিবনা না হলে mutualy আলাদা হয়ে যাচ্ছে, আলাদা থেকেও অনেক সময় দুজনেই বাচ্চাদের প্রতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আর যাই হোক এখানে ভাণ ধরার কোন সুযোগ নেই, প্রেম নেই তাও প্রেমের ভাণ ধরে মানুষের একসাথে জীবন-যাপন করার কোন আবশ্যকতা নেই। বিয়েটা এখানে একটা চয়েস, এজন্য ট্রায়ালের সুযোগও রয়েছে। তবে কি ট্রায়াল দেয়ার সুযোগও খুব একটা এভেইলেবল না। যারা ট্রায়াল বেসিসে সম্পর্কে জড়ায় তারা আসলে ওই প্রক্রিয়াতেই অনেক সময় আটকে যায়, এখানেও মানুষ মেশার সময় অনেক চিন্তা ভাবনা করেই মেশে,বেশীরভাগই একটা সার্কেল মেইনটেইন করে চলে, এর বাইরে কারো সাথে মেশার ব্যাপারে এরা বেশ (skeptic) খুঁতখুঁতে। হতাশার কথা হলো আমাদের দেশে পোলাপান যদি স্বাধীণতার অপব্যাবহার করে কিংবা এমন কারও সাথে জড়িয়ে যায় যারা কোন স্থায়ী সম্পর্ক চায় না তাহলে তাদের নিজেদেরই সময় ও শক্তির অপচয় হবে। এমনটা কি হতে পারেনা যে অনেকের সাথে ট্রায়াল দিয়ে এক পর্যায়ে এসে তার মনে হতে পারে কোন এক x-lover ছিলো তার জীবনের বিশেষ কেউ, কিন্তু ততদিনে সেই x-lover অন্য কারো সাথে সংসার বেঁধেছে আর এই নিয়ে হয়তো আফসোসও করতে হবে সারাজীবন। Fantasy থাকা ভালো, তবে কিনা reality তা বুঝতে হবে, বাচ্চাদেরকেও বোঝাতে হবে। এজন্য ‘মধ্যপন্থা উত্তম পন্থা’ এটা বারবার প্রমাণ হয়ে যায়, বাচ্চাদের সম্পর্কে জড়ানো নিয়ে বেশি বাধা দেয়া যেমন ঠিক না, তেমনি একটি সম্পর্কের গুরুত্ব ও তাতে তাদের দায়িত্ব কি সেটা বুঝিয়ে দেয়া জরুরী, আরও জরুরী ব্যাপার হলো যে, কাউকে বেছে নেয়ার সময় সবদিক বিবেচনা করা উচিত, আই মিন সম্পর্কের পরিণতি অবশ্যই মাথায় রাখা দরকার। আমাদের সময় ও এনার্জি দুইই অতি মূল্যবান তাই যতভাবে সম্ভব আমাদের উচিত তা সংরক্ষন করার চেস্টা করা, সেক্ষেত্রে কনজাভেটিভসদের মতো আচরণ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। এজন্য প্রবাদে আছে “ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”- look before you leap.