Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আমাদের চারজনের গ্রুপে একজন মাত্র ছিলো সুন্দর স্বাস্থ্যের, বাকিরা সবাই ছিলাম দূর্ভিক্ষ পীড়িত টাইপ। আশ্চর্যজনকভাবে আমাদের কাছে স্বাভাবিক স্বাস্থ্যের বান্ধবীকে মোটা লাগতো। ওকে আমরা আদর করে মটু ডাকতাম, হাতির বাচ্চা ডাকতাম, ও ব্যাপারটা এনজয় করতো, মন খারাপ করতো না।
এরপর মোটাদের দলে পড়ে যখন দেখি এই শ্রেণীর মানুষেরাও গ্রুপ ধরে তাদের থেকে অপেক্ষাকৃত কম মোটাদের attack করে, নানারকম মন্তব্য করে।
এই দুই ঘটনায় ব্যাপারটা খোলাসা হয়ে যায় যে, দলে ভারী হলেই মানুষজন অন্যদের আক্রমণ করে, হোক সে দল রোগাক্রান্ত অথবা unfit; যেজন্যই হয়তো মানুষজন সব সময় দলে ভীড়তে চায়, দলবদ্ধভাবে চলে। আর এজন্যই ধর্মে বলা আছে sick, limited চিন্তাভাবনার অধিকারী কিংবা unfit কোন গ্রুপে না ভীড়ে প্রয়োজনে একলা চলতে। কারন দলবদ্ধ stupidity সবচেয়ে বেশী ভয়ংকর হয়ে থাকে, আর এটি সব যুগে সব জায়গায় সমানভাবে সত্য। তবে কাউকে যখন দলবদ্ধ আক্রমণের শিকার হয় তবে বুঝতে হবে তার রেজিস্ট্যান্স শক্তি বেশী বলেই তাকে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে এবং এটা করাই হয়েছে তাকে অন্যরা একাকী ঘায়েল করতে না পেরে!