Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ছলনায় ভুলোনা!

যে মানুষ নিজেকে ভালবাসতে পারেনা, তারা এমন কাউকে খুঁজে নেয় যায় যারা রূপে, গুনে, নাহয় পদবিতে মোটামুটিভাবে অন্যের কাছে কাঙ্ক্ষিত। সম্পর্কের শুরু থেকেই কেবল নিয়ন্ত্রণ(Control) ও কূটকৌশল(Manipulation) এদের হাতিয়ার হয়ে থাকে। যারা নিজেকে ভালবাসতে পারেনা তাদের সারাক্ষণই অন্যদের থেকে validation এর প্রয়োজন পড়ে, আর তাই তারা অন্যদের attention steal করার জন্য এমন কিছু নাই যে করেনা(Chronic attention seeker)। তাদের মুখে ভালোবাসার কথা থাকে কিন্তু আচরণে তারা আগাগোড়া নিয়ন্ত্রনকামী। তারা সারাক্ষণ ভয়ে ও আতঙ্কে থাকে, আর নিরাপত্তাহীনতায় ভোগেঃ এই বুঝি তার নিয়ন্ত্রিত খেলনাটি কেউ দখল নিয়ে নেয়। হ্যাঁ তারা তাদের সঙ্গী বা আশেপাশের অন্য যে কাউকে তাদের খেলার পুতুল কিংবা ব্যাক্তিগত সম্পদ হিসেবেই দেখে। এরা অন্যের গালভরা প্রশংসা করবে কিন্তু সব সময় ব্যাবহারিক প্রয়োজনে। বেশীরভাগ সময় এরা বাইরে যতোটা মুক্তমনা হয়ে থাকে, অন্দরমহলে ততোটাই সংকীর্ণমনা হয়ে থাকে। এরা হয়তোবা তাদেরকে মেনে চলার জন্য তাদের টার্গেট করা ব্যাক্তির ভূয়সী প্রশংসা করে। অনেক সময়ই ভদ্রঘরের সদস্য হিসেবে লক্ষ্যবস্তুকে বাহবা দেয় কিংবা তাদের একটি লক্ষ্মীমন্ত প্রতিমার রূপ দাঁড় করিয়ে পূজার আসনে বসায়, একইসাথে ঘরের বাইরের যাদের সাথে উঠাবসা করে হয় তাদেরকে দুর্ভাগা হিসেবে প্রতিষ্ঠা করে, না হয় অত্যন্ত সস্তা টাইপের কিছু হিসেবে তুলে ধরে। ঘরের বাইরে সে অন্য সকলের সাথে বেশ স্বাধীনভাবেই মেলামেশা করে। উদাহরণস্বরূপঃ যে লোকটি বউয়ের পর্দার ব্যাপারে কড়াকড়ি করে সেই আবার অন্যের বৌয়ের সাথে হাস্যপরিহাসে মেতে উঠে। যে মহিলাটি তার স্বামীর অন্য মেয়েদের প্রতি দৃষ্টিপাত সহ্য করতে পারেনা, সেই একি মহিলা অন্যের স্বামী, প্রেমিকের সাথে হাঁসি তামাশায় মেতে উঠে। এই করে যে লোকটি বা মহিলাটি নিরাপত্তাহীনতায় ভোগে সে ঘরে-বাইরে সবখানে তার নিয়ন্ত্রণ বজায় রাখতে চায়। বেশীরভাগ সময়ে এইসব নিরাপত্তাহীন ব্যাক্তির সঙ্গীরা তাদের উপর যাতে নির্ভরশীল হয়ে পড়ে এইরকম পরিস্থিতি তৈরি করে, আর যখন কেউ এদের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে তখন এদের মধ্যে বিপরীতমুখী আচরণ প্রকট হয়ে পড়ে। এরা যেমন তাদের সঙ্গী থেকে পুরোপুরি আত্নসমর্পণ কিংবা বশ্যতা দাবী করে একইভাবে তাদের প্রতি নির্ভরশীল হয়ে পরার কারনে তারা তাদের সঙ্গীকে তুচ্ছ-তাচ্ছিল্যজ্ঞান করে থাকে। এইভাবে এক সময় ভুক্তভোগী ব্যাক্তি হীনমন্যতায় ভুগতে শুরু করে। মজার ব্যাপার হল ভুক্তভোগী তার মানসিক সুস্থতা ও যোগ্যতা নিয়ে যেখানে দ্বিধায় পড়ে যায়, সেখানে নিয়ন্ত্রণকারী ব্যাক্তি নিজেকে সবার সামনে ভুক্তভোগী (Victim) হিসেবে প্রতিষ্ঠা করে। সবার চোখে মনে হবে উদারমনা, দায়িত্ববান ব্যাক্তিটি একটি অযোগ্য ও নির্বোধের সাথে বেশ কষ্টেই দিনযাপন করছে।

tamziadmin
tamziadmin
Articles: 75