Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বিভ্রমে ভরা জনতা

তখন সবেমাত্র ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হয়েছে। জার্মানীর কোলন শহরে এক মরোক্কান ফ্রেন্ডের সাথে ঘুরছিলাম। কোলন শহরের ডোমের সামনে বিশাল জন সমাগম, বিক্ষুদ্ধ জনতার মুখে মুখে যুদ্ধবিরোধী স্লোগান চলছে। জার্মান জনগণ স্বভাবতই রাশিয়ার আগ্রাসী আক্রমনের বিপক্ষে অবস্থান নিয়েছে। যদিও দূর্বলের প্রতি সহজাত সাপোর্ট চলে আসে তবুও আমি যেনো মোটামুটি কনফিউজড মোরালি কাকে সাপোর্ট করবো এই ভেবে। যুদ্ধকালীন উত্তপ্ত সেই সময়ে আমাকে কোলন শহর ঘুরিয়ে দেখাচ্ছিলো আমার সেই ফ্রেন্ড। আমি ওকে কৌতুহলবশতঃ জিজ্ঞেস করলাম সে কাকে সাপোর্ট করে। উত্তরে সে যা জানিয়েছিলো সে জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। কারন বাংলাদেশের যে সামাজিক প্রেক্ষাপট সেখানে স্বভাবতই আমরা যেকোন একটা পক্ষ বেছে নিই টুকরো টুকরো খবর শুনে/পড়ে, কিংবা নিজের সামাজিক অবস্থানঅনুযায়ী যে দলের সাথে নিজেকে এসোসিয়েট করতে পারি সেই core আবেগের বশে। ও উত্তরে জানালো দুই পক্ষেরই যার যার কারন আছে যে জন্য তারা যুদ্ধে জড়িয়েছে, আমার মতামত যদি জিজ্ঞেস করো তাহলে বলতে হয় আমি যেকোন ধরনের যুদ্ধের বিপক্ষে; আশা করি এই যুদ্ধ দ্রুতই মিটে যাবে। আমি বেশ অবাক হয়েছিলাম। সেই মরোক্কান ফ্রেডকে যতদূর চিনতাম ওকে আমার সব সময়ই পরিস্কার চিন্তা-ভাবনার একজন বলে মনে হয়েছে। ও যে ব্যাপারে বলে তা খুব ভালো করে জেনে শুনেই বলে। যা সে জানেনা তা নিয়ে সে তেমন কোন মন্তব্যও করেনা। এইরকম কিছু কিছু মানুষের সান্নিধ্যে এসে চিন্তা ভাবনায় আমারও পরিবর্তন আসতে শুরু করলো। তবে যাদের নিজস্ব কোন মতামত নেই, কেবল তোতাপাখির মতো শেখা বুলি আওড়ায় তাদের সাথে আলোচনার সময় আমি আর স্বাভাবিক থাকতে পারিনা, হতাশ লাগে।

tamziadmin
tamziadmin
Articles: 75