Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

sick-competition

My cock is much bigger than yours!

একেক সময় মনে হয় কথা না বলে যদি চুপচাপ থাকা যেতো তাহলে কত ভালোই না হতো। তা যে প্রসঙ্গেই কথা শুরু করিনা কেনো, সব কথোপকথন শেষমেশ প্রতিযোগিতায় গিয়ে দাড়ায়। কে কত মহান, কার অর্জন কত বেশী, কে বেশী সৌভাগ্যবান ইত্যাদি ইত্যাদি!

কোনভাবে যদি প্রকাশ হয়ে যায় আপনি আপনার সংগীকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন!

পজিটিভ প্রতিযোগিতাঃ

ভাবী১ঃ ভাবী আপনার কি প্রেমের বিয়ে?

ভাবী২ঃ না ভাবী, বিয়ে করতে হয় তাই বিয়ে করেছি!

ভাবী১ঃ আমাদের তো প্রেমের বিয়ে!

ভাবী২ঃ আপনি লাকি ছিলেন ভাবী, মনের মতো কাউকে খুঁজে পেয়েছিলেন।

ভাবী১ঃ ভাবী জানেন প্রেমে পড়ার অভিজ্ঞতাই অন্যরকম! যার হয়নি সে কোনদিনই বুঝবেনা এই অনুভূতিটা কেমন! আপনি কি অন্য কাউকে বিয়ে করবেন যদি ভাই মারা যায়?

ভাবী২ঃ জানিনা ভাবী। সেরকম পরিস্থিতিতে অন্য কাউকে ভালো লাগলে বিয়ে করতেই পারি!

ভাবী১ঃ তাই ভাবী! কি বলেন! আমি কোনভাবেই চিন্তা করতে পারিনা, বাচ্চার বাবার বাদে অন্য কাউকে বিয়ে করার কথা!

ভাবী২ঃ আপনি হয়তো ভাইকে বেশীই ভালোবাসেন! আমার তো সুবিধামতো একজন হলেই হলো!!

নেগেটিভ প্রতিযোগিতাঃ

ভাবী১ঃ ভাবী আপনার কি প্রেমের বিয়ে?

ভাবী২ঃ হ্যা ভাবী, আপনারও কি প্রেমের বিয়ে?

ভাবী১ঃ আমাদেরও প্রেমের বিয়ে! আমাদের তো দীর্ঘ ৭ বছরের প্রেম ছিলো তারপর পারিবারিক সম্মতিতে বিয়ে হয়েছে।

ভাবী২ঃ আমারও ভাবী ৫ বছরের প্রেম ছিলো, এরপর তো অনেকটা তাড়াহুড়ো করেই আমাদের বিয়ে হয়ে গেলো, আমার শ্বশুরপক্ষ থেকে আর দেরী করতে চায়নি কিনা!

ভাবী১ঃ কি বলেন ভাবী আপনার মাত্র ৫ বছরের প্রেম ছিলো?! শুনেছি তো আপনার নাকি আগেও আরেকটা প্রেম ছিলো!

ভাবী২ঃ না না কি বলেন ভাবী, আমার তো অন্য কোন প্রেম ছিলো না। তবে শুনলাম আপনারা নাকি পালিয়ে বিয়ে করেছিলেন?

ভাবী১ঃ না না ভাবী আমরা তো দুই পক্ষের পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করেছি!

ভাবী২ঃ আপনার বাসায় কি আপনার শ্বশুর পক্ষের লোকজন আসে?! আমার বাসায় কিন্তু আসে ভাবী। আমার শ্বশুর তো আমাদের এখানে বেশী পছন্দ করেন। আর আমার শাশুড়ী আমার জন্য এই দামী গয়না গিফট করেছে বিয়ের আগে। তারপর প্রতি ঈদে আমাকে কিছু না কিছু গিফট করবেই! এই দেখেন না এই বিশ হাজার দামের শাড়ি কয়দিন আগে উনি আমাকে গিফট করেছেন, আবার কেনার সময় আমাকে সাথে করে নিয়ে আমার পছন্দে শাড়ীটা কিনেছেন।

এজন্যই হয়তোবা রুমী বলেছিলেনঃ “Silence is the language of God, all else is poor translation”.

tamziadmin
tamziadmin
Articles: 75