Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

হারিয়ে খুঁজে পাই নিজেকে

হঠাৎই খেয়াল করি আমি যেনো একটি ঢেউ

বিশাল অস্তিত্বের মহাসাগরে ক্ষুদ্র নগণ্য কেউ

আবার এতোটা নগণ্যও কি একেকটা অস্তিত্ব

ক্ষুদ্র এক বালিকণাও ধারন করে ছোটখাটো বিশ্ব

আমাদের মাঝের দূরত্ব হয়তোবা আলোকবর্ষ

যে ভাবনা ছেঁয়ে আছে তোমায় কিংবা বিষাদ-হর্ষ

সবকিছু নিয়ে তুমিও গড়ে তুলেছো স্বতন্ত্র মহাবিশ্ব

তবু বন্ধু আমরা সবাই একই মহাজগতের অংশ।

তোমার সৃষ্টির শুরু যেখানে সেখানে কারো ধ্বংস

যতই লড়াই করিনা কেনো, যতই থাকুক না দ্বন্দ্ব,

আলোকধারা নিত্য বয়ে চলে তালে তালে ছন্দে।

মহাকালস্রোতে কত ঢেউ ওঠে মিশে যায় আনন্দে।

#কবিতা ৮.১০.২০২৩

tamziadmin
tamziadmin
Articles: 75