Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বটবৃক্ষের বনসাই

মহীরুহ সবাই হতে পারে না

বড়জোর লতা, গুল্ম, আগাছা

পরগাছার জীবন বেছে নিই

কিংবা বেশি হলে ফলবান বৃক্ষ!

অশুথ বটবৃক্ষের দেখা মেলে?

নীবিড় যত্নে লালিত বৃক্ষের

ফল দেওয়াতেই যেন দায়সার।

নাহলে নিতান্তই কাঠের যোগান?

গাছগুলো যেন আর ছায়া হয়ে

মাথা গোঁজার ঠাঁই হয়ে ওঠেনা

ঝড় ঝাপটায় নিশ্চিন্ত আশ্রয় হয়না।

মহীরুহ গুলোর উপর যত আক্রোশ

নেমে আসে কুঠারের আঘাত।

পশু-পাখির আহারে যার অবদান

মানুষের বুকে জমে বহুদিনের

জমানো আত্নঘাতী অন্ধ অভিমান।

গভীর কিছুতে মানুষের বড্ড ভয়

তাই তো সবই চলে সার্ফেস লেভেলে

অগভীর, অস্পষ্ট,‌ আবেগহীন সংযোগ

কেউ কি বুঝে কেনইবা মানব মনে

খেলে যায় অপ্রিতিকর এই গলযোগ?

মাথার উপর ছায়াগুলো হারিয়ে যায়

বিরাট বনজ বৃক্ষগুলো বানিজ্যিক

করতে বনসাই প্রকল্প হাতে নিয়েছি

কি দরকার ওসব বিশাল বৃক্ষের

আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র খুলেছি না?

মন চাইলে ঘরের কোনে কয়টা বনসাই

একটা বনেদি ভাব আসে না কি তাতে?!

#কবিতা ৩১/০৭/২০২১

tamziadmin
tamziadmin
Articles: 75