Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

অদ্বৈততা

আলোর বিপরীতে আঁধার দেখেছি!

ভালোর মুখোশে মন্দ চিনেছি!

দেখেছি স্থিরতা, দেখেছি গতি;

প্রাচুর্যের আড়ালে দীনতা বুঝেছি।

মিথ্যার মারপ্যাঁচে দ্বন্দ্ব খুঁজেছি,

বেছে বেছে টুকরো সত্য কুড়িয়েছি।

আলো-আধারীর খেলার ছলে-

শুভ্র আলোয় স্নান করেছি।

রংধনুর সবকটি রঙে-

রাঙিয়ে জীবনের সুখ পেয়েছি।

আমি দুঃখকে আলিঙ্গনে সুখী হয়েছি,

সবখানে খুঁজে আমাকেই পেয়েছি।

আমি বারবার মরে জীবিত হয়েছি।।

জীবন তরঙ্গের ছন্দ বুঝে-

মোহনীয় সুরে নেচে চলেছি।

অমৃতসুধায় ভাসতে ভাসতে-

এ কন্ঠে হলাহল ধারন করেছি।

#কবিতা ৯/১০/২০২৪

tamziadmin
tamziadmin
Articles: 75