Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

নির্জীব অস্তিত্বের বোঝা

শুনেছিলাম ভালোবাসলে মানুষ নাকি চাইলেই উড়তে পারে?!

অসীম আকাশে উড়বো ডানা মেলে এই ছিলো মনের গভীরের স্বপ্ন;

তোমার আবির্ভাবে সে সাধ আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিলো।

স্বপ্ন রাজ্যে উড়তে উড়তে আর সবকিছু হয়ে যায় বিলীন।

আমার একপাশে বিশাল সাম্রাজ্য, আর অন্যপাশে ছিলে তুমি-

সব ছেড়েছুড়ে ঘুরেফিরে তোমাকেই আমি বারবার বেছে নিয়েছি।

এ যেনো রূপকথার রাজ্যে কোন এক স্বপ্নীল রাজকন্যার গল্প;

কখন যে তোমার অস্তিত্বের সাথে জড়িয়ে যায় আমার সমস্ত অস্তিত্ব !

সেই স্বপ্নযাত্রার তীব্র সুখের ধাঁধায় আমার সমস্ত চেতনা হারায়ে যায়।

ভালোবেসে সব হারিয়ে মানুষ তো নিজেকে আবার খুঁজে পায়!

প্রেমের প্রবল প্রলয়ে আমার অহং ও বিনয়বোধ সব হারিয়ে গিয়েছিলো।

সেই থেকেই অন্ধের মতো খুঁজছি কেবল পাচ্ছিনা‌ খুঁজে আর নিজেরে!

নিজের বলতে কখনও কোন অস্তিত্ব কোথাও ছিলো কি আমার?

মা-বাবার প্রতিচ্ছায়া, সমাজের ধারণা আর টিভি পর্দার তারকা!

এসবই তো সবার অজান্তে আমার আমিকে রূপ দিয়েছিলো তিলেতিলে।

আসলে আমি বলতে কিছু নেই, ছিলোনা কোথাও কখনও!

প্রাণহীন নিজস্বতাহীন আমি তাই তোমাতেই খুঁজেছি আমার আশ্রয়।

সেখানেও সব অবাঞ্ছিত ও অনাকাঙ্ক্ষিত অনুভূতিরা ভীর করে।

যে আমার বিশাল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়বার কথা-

সে আমি বিষন্নতায় হতাশায় দুমড়ে মুচড়ে আহত হয়ে ভূপাতিত।

প্রেমময়ী প্রেয়সী হয়ে প্রেরণা দানের কথা ছিলো যেখানে আমার –

সে আমিই যেনো তোমার পথের বাঁধা, পায়ের শক্ত শেকল!

জেনেবুঝে তোমাকেইবা সবটুকু দোষ কি করে দিই বলো?

নিস্তেজ নির্জীব জীবনটা যে নিজের কাছে কবেই বোঝা হয়ে গিয়েছিলো!

সেই ভার বইতে বইতে ধুঁকেধুঁকে কোন রকমে বেঁচে আছি;

জীবন গাড়ি আজও চলছে বলেই খুড়িয়ে হলেও ঠেলে যাচ্ছি!

#কবিতা ২৯-০৫-২০২৫

tamziadmin
tamziadmin
Articles: 75