Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আন্ডাগ্রাউন্ড ট্রেনে করে যাচ্ছিলাম সে সময় এক মেয়েকে দেখে একদমই বড় বোনের এক বান্ধবীর কথা মনে হলো। কৌতুহলবশত তাকে জিজ্ঞেস করলাম যে সে কোথা থেকে এসেছে। সে মেয়ে উত্তর দিলো যে, সে পাকিস্তান থেকে এসেছে। তারপর আমাকে সে যখন একই প্রশ্ন জিজ্ঞেস করলো ও জানতে পারলো যে আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন সে সাথে সাথে উত্তর করলো যে আমাকে দেখে মনে হয় না আমি যে বাংলাদেশ থেকে এসেছি। তখন আমিও তাকে আন্তরিকতার সাথে জিজ্ঞেস করলাম যে কেনো তার এরকম মনে হচ্ছে? তখন সে একটু ভাবতে শুরু করলো, তারপরও বলতে লাগলো যে না আমাকে দেখে তার মনে হয়েছে আমি অন্য কোন দেশের, ঠিক বাংলাদেশের না, কারন তার অনেক বাংলাদেশী ফ্রেন্ডস আছে তারা একদম অন্যরকম! (I have a lots of Bangladeshi friends, but you look like like you are from different Nationality, not from Bangladesh!, )তখন আমিও তাকে আবার ফ্রেন্ডলিভাবেই জিজ্ঞেস করলাম, অন্যরকম কি রকম? গায়ের রং ডার্ক সেটা বোঝাচ্ছে কিনা?!(What do you mean by that? Do you mean that bangladeshi people’s skin complexion dark toned? ) তখন বলে হ্যা সেরকমই! তখন আমিও offended feel na করেই বললাম যে ডার্ক কমপ্লেক্সশনের লোকজনই যদিও বেশী, তাই বলে সবাই তো আর ডার্ক স্কিনড না! মনে মনে বললাম তুমি নিজেও তো ফর্সা না, বড়জোর শ্যামলা বলা চলে! যেটা বুঝতে পারলাম ও একটা ক্রস এক্সাম করে নিলো, যে আমি কিরকম রিএক্ট করি। যখন আমি কোন ধরনের রিএক্ট করলাম না, সে আমার সাথে স্বাভাবিকভাবেই কথা বলা শুরু করলো। এরপর ওর সাথে অনেক কথা হলো, কথায় কথায় জানা গেলো ও একই কমিউন ইউজ করে প্রতিদিন, আমার মতো একই জায়গায় যায়। মাঝেমাঝেই আমাদের দেখা হয়, তখন আমরা কথা বলি অনবরত। মানুষ আসলে একেকটা দেশ, একেকটা জায়গা বা একেকজন মানুষ নিয়ে অনেক ধারণা বয়ে বেড়ায়, সে ধারণাগুলো বেশীরভাগই মনগড়া। হয়তো মেয়েটা মিথ্যা আমাকে provoke করার জন্য এতকিছু বলেনি, হয়তো আসলেই সে মনে করতো যে বাংলাদেশের লোকজনকে সে আন্ডেন্টিফাই করতে পারে কয়েকটা parameter দিয়ে, হয়তো বাংলাদেশের লোকজনকে সে ধরে নিয়েছে দেখতে নিরীহ গোবেচারা টায়পের হবে। কিন্তু আমাদের ভাবনার সীমাবদ্ধতা আছে। আমরা যেসব গল্প শুনি, বা নিজেদেরকে যেসব গল্প নিজেরা বলে যাই সেগুলো absolute reality না। আবার সবার বাস্তবতাও সমান না। আমিও কি টুকটাক কত রকমের ধারণা নিয়ে ঘুরে বেড়াই না? এই ধারণাগুলো হয়তো আমার বাস্তবতা, হয়তোবা সেগুলোর বেশিরভাগই ভ্রান্ত ধারণা, তবে আমি জানি আমাদের সবার জানার ও বোঝার সীমাবদ্ধতা আছে। এজন্য Anaïs Nin এর কথায়, “We see the world not as it is, but as we are.” আমরা সবাই হয়তোবা দাবী করে বসি যে লোকজন অনেক জাজমেন্টাল, অথচ আমরা নিজেরাই কি অনেক harshly judge করি না?! আবার judge করা খারাপ তাও না, judge করতে না শিখলে হয়তো আমরা ভুলভাল decision, ভুলভাল কাজ কারবার করে ফেলতে পারি। আমরা অবশ্যই judge করতে শিখবো, তবে সঠিক judge করতে গেলে অনেক স্টাডি করতে হয়, তারপরও আমাদের ব্যাক্তিগত সীমাবদ্ধতা থেকে আমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক! বাংলাদেশী মানুষের বড় সমস্যা হলো কিসে রিয়েক্ট করতে হবে, কোথায়/কিভাবে/কতটুকু রিয়েক্ট করতে হবে সেটা ঠিক করতে না পারা।