Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আলো-ছায়ার নিত্য খেলা চলে !

এক লোক এক গ্রামে নতুন এসেছে, তো সে সেই গ্রামের লোকজনের থেকে জানতে চাইছে যে সেখানকার লোকজন কেমন। যাকে জিজ্ঞেস করা করেছে সে আবার সেই লোককে পাল্টা প্রশ্ন করে জানতে চাইলো যে তার গ্রামের লোকজন কেমন? তখন সেই লোকের উত্তর হলো যে তার গ্রামের লোকজন মোটেও ভালো না তারা বেশীরভাগই ঠগ, জোচ্চর, বাটপার আর খারাপ টাইপের লোকজন। তখন সেই গ্রামের লোকটি তাকে জানালো এখানেও তুমি সেরকম লোক পাবে।

এরপর আবার সেই লোকের কাছে অন্য এক গায়ের লোক এসে সেখানকার লোকজন কেমন সে ব্যাপারে জানতে চাইলো। তখন সেই একইভাবে সেই আগন্তুককে জিজ্ঞেস তার গ্রামের লোকজনের ব্যাপারে। তখন সেই আগন্তুক জানালো যে তার গ্রামের লোকজন খুবই ভালো, ছিমছাম, নির্ভেজাল। তখন সেই গ্রামের লোক আগন্তুককে বললো যে চিন্তা করার কোন কারন নেই, কারন তাদের গ্রামে সেরকম লোকজন সে ঠিক পেয়ে যাবে।

এইটা কোন নতুন গল্প তা কিন্তু না, বহু পুরান এক গল্প। এই গল্পে সেই গ্রামের বিজ্ঞ লোকটিকে তারই গ্রামের একজন জিজ্ঞেস করেছিলো যে সে কেনো দুই আগন্তুককে দুই ধরনের উত্তর দিলো। গ্রামের বিজ্ঞ লোকটির উত্তর ছিলো যে আসলে সব জায়গায় ভালো-মন্দ আছে, যে যেমন সে তেমনটাই খুঁজে পায়।

এখানে বিশ্লেষণের অবকাশ আছে, প্রথম লোকটি তার নিজের গ্রামের লোকজনের ব্যাপারে ভালো ধারণা পোষণ করে না, তার গ্রামের সে সব সময় খারাপটাই পেয়েছে, তাই পৃথিবীর যে প্রান্তেই সে যাবে সেখানে সে কেবল খারাপটাই খুঁজে পাবে। অন্যদিকে যে লোকটি তার গ্রামের ভালো দিকগুলো বড় করে দেখেছে সে সবখানেই ভালোটাই খুঁজে পাবে। বিষয়টা এমন না যে, যে তার গ্রামের কেবল খারাপটা খুঁজে পেয়েছে সেখানের সবকিছু খারাপ, সেখানে অবশ্যই ভালো দিকও আছে, কিন্তু দূর্ভাগ্যবশত সে লোক ভালো দিকগুলো এড়িয়ে কেবল মন্দ দিকগুলো নিয়েই পীড়িত হয়েছে। অন্যদিকে যে লোকটির কাছে তার গ্রামের অভিজ্ঞতা ভালো, তার মানে এই না যে সে গ্রামের সবকিছুই ভালো, সেখানে খারাপ কিছু নেই। সে তার গ্রামের খারাপ দিকগুলোকে পাশ কাটিয়ে যেতে পেরেছে আর সেজন্য তার অভিজ্ঞতার ঝুলিতে ভালো স্মৃতিই জমা হয়ে আছে।

বিদেশে এসে অনেক বাংলাদেশীদের সাথে পরিচিত হয়েছি, তাদের কাছে বেশীরভাগ সময় বদনামই শুনেছি।আমি নিজেও যে দেশের বদনাম করিনা তাও না, কিন্তু দেশের এতো বদনাম শুনে আমার মোটেও ভালো লাগেনি। আমি বুঝি দেশ ছোট, মানুষ বেশী, প্রতিযোগীতা বেশী, দেশে জীবন-যাপন পরিস্থিতি খুবই চরমে পৌছে (intense) গেছে। কিন্তু এতোকিছুর পরও দেশের ভালো কিছু নেই কি?! মাঝেমধ্যে আমরা মনে হয় নিজেরাও খুব একটা পদের না, তাই হয়তো দেশের ভালো কিছু আমাদের নজর এড়িয়ে যায়।

tamziadmin
tamziadmin
Articles: 75