Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

Badass আন্টি উচ্চ পদে চাকরি করে।এ পর্যন্ত প্রতিটি ধাপে আন্টিকে নিয়ে মানুষজনের মধ্যে নানা ধরনের গুঞ্জন হয়েছে আর আন্টি সেগুলো ভালোই উপভোগ করে। আন্টিও আসরের মধ্যমণি হওয়ার জন্য যা দরকার সব করে যায়। কোন কারনে আন্টিকে নিয়ে গাল গল্প না চললে আন্টির জীবনটা একেবারেই পানসে লাগে।
জীবনে চাই নতুন কিছু তাই বেশ কিছুকাল যাবৎ আন্টি প্রেম শুরু করেছে। এই প্রেম নিয়ে আন্টি কোন ধরনের লুকোচুরি করেনি। সারা দুনিয়া জানে আন্টির প্রেম কাহিনী। অনেকটা বাংলা সিনেমার নায়িকাদের মতো আন্টির ভাবসাব- “প্রেম করেছি বেশ করেছি”। কিংবা ‘মোগলে আজম’ মুভির সেই গান “পেয়ার কিয়া তো ডারনা ক্যায়া” এর আবেশ পাওয়া যায় আন্টির প্রেমে। মানুষের আলোচনা- সমালোচনার সাথে সাথে আন্টির প্রেমেও জোয়ারের বান ভাসে।
কিন্তু সমস্যা বেধে গেলো আন্টি যখন তার সেই জমজমাট রিলেশনশিপ বাদ দিয়ে ছ্যাঁকা খাওয়ার ন্যাকামি শুরু করলো, সোশ্যাল মিডিয়ায় আন্টির নাকি কান্না, অভিমানি দীর্ঘ পোস্ট, আর ঘন ঘন স্ট্যাটাস আপডেট দেওয়ার পর রাতারাতি মানুষের মুখে মুখে আন্টির নাম ঘুরে। আন্টিরে আর পায় কে? এটেনশন পেয়ে আন্টির উৎসাহ আরও বেড়ে গেলো। এখন আন্টি দিনরাত দুঃখের স্ট্যাটাস দেয়, একাকী বিষণ্ণ আন্টি তার এক্সকে গালমন্দ করে পোস্ট দেয়, মার্কেট না পেলে আবার নতুন প্রেম করে টক মিষ্টি গল্প শেয়ার করে, আর কয়দিন পরে ব্রেকআপ করে আবার সেই একই প্যাঁনপ্যানানি শুরু করে। তবে মজার ব্যাপার হলো পাব্লিকে এইসব অতি উৎসাহ নিয়ে খায় আর সেগুলো নিয়ে গালগল্প করে; আন্টির জীবনের গল্পও তাই একই লুপে চলতে থাকে।