Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আমাদের এক Young & Cool আন্টি খেয়াল করে দেখলো সিনিয়র কারো সাথে প্রেম করলে অনেক সুবিধা পাওয়া যায়, ছোট বড় সবাই কত সম্মান করে, বেশ এনজয় করা যায় ব্যাপারটা। এইসব নানা দিক বিবেচনা করে আন্টি তার থেকে বয়সে অনেক বড়, বাজারে সুনাম রাখে এরকম একজন সিনিয়রকে বেছে নিয়ে প্রেম নিবেদন করলো, আন্টি দেখতে শুনতে সুন্দর, স্মার্ট আবার ইন্টেলিজেন্ট বলে প্রেমটা হয়েই গেলো। আন্টি খুব ভাবে আছে, সবাই আন্টিকে সালাম দেয়, আন্টির চলার পথ থেকে সরে গিয়ে জায়গা করে দেয়, সবাই কেমন যেনো সমীহ করে চলে। আন্টি নিজেকে রানী-মহারানী মনে করে বেশ সুখেই আছে। কিন্তু কয়দিন পর আন্টি খেয়াল করে দেখলো বুড়ো বুড়ো সব লোক আন্টির চারপাশে, বুড়ো লোকেরাই তার বন্ধু, আর সমবয়েসী বা বয়সে ছোট যারা, তারা আর তার সাথে বন্ধুর মতো আচরন করেনা, বাংলা সিনেমার মায়ের মতো ভাবী‘র চোখে দেখে। আন্টিকেও দেখতে কেমন যেনো বুড়োটে লাগে ইদানিং। আন্টির মনে হতে লাগলো বুড়োর সাথে প্রেম করে আন্টি অতি অল্প বয়সেই বুড়ি বনে গেছে!
আন্টির মনে চালাকি বুদ্ধি খেলে গেলো, বুড়ো সিনিয়রের সাথে ব্রেকআপ করে দিয়ে আন্টি এবার বয়সে অনেক ছোট এক ছেলের সাথে প্রেম শুরু করে দিলো। আন্টির মনে এখন বেশ ঝরঝরে অনুভূতি, মনে হচ্ছে যেনো বয়স তার অল্প কদিনেই কয়েক যুগ কমে গিয়েছে। কেউ আর তাকে রাস্তাঘাটে, সোশ্যাল গেদারিং এ এক্সট্রা খাতির দেখায় না, কেউ তাকে দেখে সালাম-আদাব দেয়না, জায়গা ছেড়ে দিয়ে সরে দাড়ায় না, ব্যাপারটা তার কাছে বেশ স্বস্তিদায়ক লাগে। বুড়োরাও আর তার সাথে আড্ডা দিতে আসেনা। এখন আন্টি কচিকাচার মেলায় আসর জমায়। বেশ ফুরফুরে মেজাজে আছে সে, আগের মতো আর খিটখিটে স্বভাব তার মধ্যে দেখা যায় না, হেসেখেলেই জীবনটা চলে যাচ্ছে যেনো! কিন্তু কিছুদিন পর আন্টি অবাক হয়ে আবিস্কার করলো যে, সে আসলে সম্পর্কে মায়ের ভূমিকা পালন করছে।
সেই কচি বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপ ব্রেক করে দিয়েছে আন্টি। বুড়ো কিংবা বাচ্চা কারো সাথে প্রেম করতে আন্টি নারাজ। এইবার আন্টি দেখে শুনে, বাজার যাচাই করে এমন একজনকে খুঁজছে যে কচিও হবেনা, আবার বুড়োও হবেনা!