Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

কোন পন্থাটি সঠিক?!

সনাতন ধর্ম থেকে শুরু করে মুসলিম কমিউনিটিতে দেখেছি কিছু মানুষ কনজারভেটিভ, কিছু মানুষ মডারেট আবার কিছু মানুষ লিবারেল। বিদেশে এসে খ্রিস্টান ধর্মাম্বলীদের মধ্যেও একই প্রকারভেদ দেখেছি। এই তিন ধরনের মানুষের মধ্যে সবচেয়ে বেশী আলোচিত সমালোচিত হলো গিয়ে কনজারভেটিভ লোকজন। বিভিন্ন মিডিয়ার কল্যানে এই কনজারভেটিভ ঘরানার লোকজনের ব্যাপারে এক ধরনের নেগেটিভ ধারনা নিয়ে বড় হয়েছি। যেকোন ঘরানার লোকজনের মধ্যে ভালো-মন্দ উভয় দিকই থাকে। তাহলে সমস্ত আক্রোশ কেনো সেই কনজারভেটিভ ঘরানার লোকজনের উপরে গিয়ে পড়ে? এক সময় এই ভাবনার উদয় হলো মনে। এর পেছনে অনেক কারন খুঁজে বের করা যাবে, কিন্তু সেগুলো তুলে ধরা সময় সাপেক্ষ ব্যাপার।

একটা উদাহরন দেয়া যেতে পারে, একটা সভ্যতা মোটামুটি দাড়িয়ে গেছে, তাদের নতুন কিছু গড়ার নেই, কেবল মেইনটেইন করে চলতে পারলেই তাদের হয়ে যায়, এক্ষেত্রে সে সভ্যতার লোকজন কি করবে? তারা চেষ্টা করবে তাদের যা আছে সেগুলো রক্ষণাবেক্ষনের ব্যবস্থায় জোর দেয়া। এজন্য তারা তাদের সভ্যতার সব উপকরন খুব যত্ন সহকারে পাহারা দিবে, সুরক্ষার ব্যবস্থা নিবে। এক্ষেত্রে তাদেরকে অনেকের কাছে কনজারভেটিভ মনে হবে। একটা জাতি যখন content তখন সে জাতি স্বাভাবিকভাবেই কঞ্জারভেটিভ ঘরানার হবে। তেমনিভাবে একজন ব্যাক্তি সে যখন content-সন্তুষ্টচিত্ত তখন সে নিজের পারিবারিক পরিমন্ডলের নিরাপত্তা রক্ষার্থে সব ধরনের ব্যবস্থা নিবে, একটা বাউন্ডারী বেধে দিবে বাইরের মানুষের অবাধ অনুপ্রবেশ ঠেকাতে। বাইরের মানুষের অনুপ্রবেশ ঠেকাতে সে যেকোন ধরনের পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করবেনা। এজন্য দেখা গিয়েছে অনেক উচ্চ বংশের লোকজনকে তাদের পছন্দের বাইরে কাউকে বিয়ে করার সুবাদে নিজের সন্তানকে পর্যন্ত ত্যাজ্য করে দিতে। সনাতন ধর্মে মানুষ জাতিচ্যুত হয়ে গিয়েছে হর হামেশাই। কনজারভেটিভ ঘরানার আরেক চরম উদাহরন হলো ফকির লালন সাঁইয়ের এর জীবন কাহিনী। আরও আছে নিম্ন বর্নের লোকজনের ছায়া পর্যন্ত না মাড়ানোর মতো ঘটনা, এমনকি তাদের মাড়ানো জায়গায় গোবর গুলে ঢেলে দেয়ার মতো উন্নাসিকতা।

এখন প্রশ্ন হলো conservative-রক্ষণশীল মানেই কি খারাপ? এর ভালো দিক নেই? অবশ্যই আছে। মানুষের নিজের ভালোর জন্য, নিজের মুল্যবান জীবনীশক্তি সুরক্ষার জন্য কনজারভেটিভ হওয়ারও প্রয়োজন আছে। যেকোন বিষয়ের মতো কনজারভেটিভ ঘরানায়ও টক্সিক দিক আছে। সচেতনভাবে সেটুকু এড়িয়ে গেলেই হয়, অহংকার আর প্রয়োজনকে মিলিয়ে ফেললে চলবেনা।

আধুনিক কালে এসেও কি আমরা মানুষের মধ্যে কনজারভেটিভ আচরন দেখতে পাইনা? যারা সনাতন ধর্মের মুখে ঝাড়ু মারে তাদের কনজারভেটিভ আচরনের জন্য তারা নিজেরাও তাদের পরিমন্ডলে কনজারভেটিভ আচরন করে থাকে, আজ একে এড়িয়ে চলে তো, কাল তাকে এড়িয়ে চলে, একটা standard/criteria এর বাইরে কাউকে বন্ধু না হিসেবে মেনে না নেয়া। কে না চায় নিজের সুরক্ষা নিশ্চিত করতে?! পাগলও নিজের ভালো বোঝে! তাহলে কারা কনজারভেটিভ ঘরানার লোকজনের নিন্দা-মন্দ করে? এদের মধ্যে কেউ কেউ সুবিধাবাদী-oppotunist, কেউবা আবার পরশ্রীকাতর-malevolence হয়ে থাকে, এদেরকে টক্সিক ঘরানার হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এই ধরনের লোকজন ভ্যাম্পায়ারের মতো, তারা অন্যের রক্ত শুষে খেতে চায়। তাই কেউ যখন নিজের পরিমন্ডলে থাকে তাদের জীবনীশক্তি রক্ষার্থে; তাদের এসব লোকজনের কাছে পছন্দনীয় নয়। এইসব লোকজন দিবে কম, নিবে অনেক বেশী। তারা প্রথমে পরম আত্নীয়ের মতো এগিয়ে আসে, অনেক ভালো মানুষের রুপ নিয়ে এরপর শুরু হয় তাদের শোষণ। যারা এইসব জোঁকের মতো লোকজনের ভিকটিম হয়েছে, তারা এক সময় সচেতন হয়ে গিয়ে নিজেদের চারপাশে একটা সীমা বেঁধে দিয়েছে, যাতে করে অযথা তাদের এনার্জি ড্রেইন না হয়। এই বাউন্ডারি বেঁধে দেওয়া এইসব লোকজনের কাছে মোটেও পছন্দনীয় নয়। এইসব প্যারাসিটিক লোকজন তখন হতাশ হয়ে পড়ে, এরপর শুরু হয় এইসব কনজারভেটিভ ঘরানার লোকজনকে নিয়ে মন্দ কথা ছড়ানো। অন্যদিকে যাদের কিছু হারানোর নেই তারা নিজেদের লিবারেল দাবী করে গর্ব করতে পারে। যেমন লিবারেল পন্থীদের টক্সিক দিক হলো ফ্রি সেক্স, অবাধ চলাফেরা, স্বেচ্ছাচারীতা।টক্সিক লিবারেল পন্থীদের বেশীরভাগই সবকিছু অপেন করে দেয়ার পক্ষে, কারন তাতে তাদের অন্যদের থেকে লুটে নিতে সুবিধা হয়। অথচ লিবারেল ঘরানার যারা তাদের মহৎ উদ্দেশ্য হলো ক্রিয়েটিভিটি, অথেন্টিসিটি, ফ্রি-উইল। টক্সিক ঘরানার লোকজন হিসেবে যাদের চিহ্নিত করা যায় তাদের আসলে নিজেদের কিছু হারানোর নেই। তাদের নিজেদের মধ্যে কোন ধরনের সৃষ্টিশীলতা নেই, তারা অন্যদের থেকে আইডিয়া চুরি করে, অন্যদের আইডিয়া, অন্যদের শ্রম বিক্রি করে নিজেদের পেট পুজো করে। এই টক্সিক ঘরানার লোকজন কনজারভেটিভ ঘরানার লোকজন থেকে শুরু করে লিবারেল ঘরানার লোকজনকে শোষণ করে আসছে, এরাই সুযোগ নিতে না পারলে বা প্রয়োজন ফুরালে তাদেরকে মন্দ বলে প্রতিষ্ঠা করতে চায়। অবস্থাভেদে তাদেরকে ময়লা-আবর্জনার স্তুপে ফেলে দেয়ার সব ধরনের ব্যবস্থা পাকা করতে চায়।

tamziadmin
tamziadmin
Articles: 75