Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

সিনেমায় নায়িকাদের নাচন কুদন দেখে foxyass আঙ্কেল মহা খুশি, সে চায় আন্টিও নিভৃতে তাকে ওভাবে নেচে নেচে বিনোদন দিক। কিন্তু আন্টি তো আর নাচতে জানে না, তাই আঙ্কেল হতাশ গলায় বলে, তুমিতো আর ওভাবে নাচতে পারবে না। softass আন্টি একটা crybaby, আঙ্কেলের এই পাগলের প্রলাপ শুনে মনের দুঃখে কেঁদেই ফেললেন। তারপর হলো কি আন্টি প্রায় সবার কাছে তার মনের এই দুঃখের কথা বলে বেড়ায়। আন্টি একবার মনের দুঃখ উগরে দিচ্ছেন এই সময় badass আন্টি বলে বসলো, আরে এতে এতো দুঃখ পাওয়ার কি আছে?! তুমিও তো তোমার বরকে বলতেই পারো যে, সিনেমার নায়কদের মতো এতো লোকের সাথে মারামারি করতে হবেনা, অন্তত একজনের সাথে মারামারি করে তোমাকে যেনো দেখায়! এই কথা শুনেও softass আন্টি আরো জোরে ফুপিয়ে কেঁদে ওঠে; বলে যে, মারামারি করে নাক ফাটায়ে শেষে এসে তো তার ঘাড়ে এসেই পড়বে তার বর! badass আন্টি মজা পেয়ে বললো, আহারে! আসল ব্যাপার হলো, বরের জন্য প্রেম তোমার উথলে উঠছে! এই কথা শুনে softass আন্টি হাউমাউ করে কেঁদে উঠলেন এবার, badass আন্টির আর বুঝতে বাকি রইলো না softass আন্টি খুবই নরম, গায়ে কোন চামড়া আছে কিনা বলা মুশকিল, কোন কথাই বলা যাবেনা, খালি শুনে যেতে হবে আর আন্টির সব কথায় সায় দিয়ে যেতে হবে।