Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

নারীদের স্পিরিট এনিমেল হলো গিয়ে বিড়াল। এরা খুবই স্বাধীনচেতা, বেঁচে থাকার জন্য এরা অন্যের উপর খুব একটা নির্ভরশীল নয়। তার মানে আসলে এরা এতো বেশী domesticated হয় না, প্রয়োজনে বনে বাদারেও এরা ফিরে যেতে পারে এমনকি সেখানেও টিকে থাকার যোগ্যতা রাখে; তারপরও দেখা যায় এরা কিছু কিছু বাসা-বাড়িতে পোষ মানে। পোষ মানা মানে এমন না যে সেখানে সে পুরোপুরি আনুগত্য দেখায়, তার ভেতরের একটা বুনো শক্তি (wild spirit) একটু খেয়াল করলেই বোঝা যায়, যে কিনা কারও আনুগত্য মেনে নিবে না। আনুগত্য যদি কোন প্রানী দেখায় সে হলো কুকুর, একান্ত অনুগত ও ভক্ত। বিড়াল কেয়ার করে সে কিরকম খাতির যত্ন পাচ্ছে, যেখানে যতক্ষণ সে যত্ন-আত্তি পায় ততক্ষণ সে সেখানে থেকে যায়। খাতির যত্ন বিড়াল খুব পছন্দ করে, এই ব্যাপারে সে পটু, এজন্য দেখা যায় বিড়ালকে আদর করলে সে খুব এনজয় করে, গরগর শব্দে সে তা জানানও দেয়। কখনো কি দেখা গেছে বিড়াল তার মালিককে দেখে আবেগে আত্নহারা? বিনয়ে বিগলিত? মোটেও না, বিড়ালের চাল চলনে বোঝার উপার নাই সে তার মালিককে দেখে খুশি না বিরক্ত। একটা বনেদী ভাব নিয়ে সে চলাফেরা করে। ভাবখানা এমন, ‘ কিসের বাল তুমি?! , যতক্ষণ খাতির যত্ন আছে ততদিন আছি আমি।’ কুকুরের যেমন তার মালিককে ছাড়া কিছু বোঝে না , বিড়াল তেমন না। মালিকের সাথে সে খেলতেও চায় না, মালিকের কাছ থেকে এক্সট্রা এটেনশনও সে চায় না। বিড়ালকে আধুনিক ফ্লাটবাড়িতে রেখে কয়েকদিনের জন্য কোথাও বেড়াতে গেলেও অনায়াসে টিকে যায়। কুকুরকে অনেক সময় দেখা যায় মালিকের জন্য এটা সেটা করতে, কিন্তু বিড়াল তার মালিকের জন্য কিছু করেনা। অন্যদিকে বিড়ালের ভাবখানা এমন সে যে আছে মালিকের কাছে এটাই বড় ব্যাপার। বিড়ালের এই attitude তাকে একটা freedom দেয়, যারা বিড়াল পছন্দ করে তার মূলত জেনে না জেনেই বিড়ালের এই attitude admire করে। যারা বিড়াল পোষে তারা মূলত নিজেদের মনের শান্তির জন্যই পোষে, তাদের কাছ থেকে তাই শোনা যায় বিড়াল পোষার পর থেকে তারা কতটা ভালো আছে সবকিছু মিলিয়ে। বিড়াল পুষে আনন্দ পাওয়ার কারন আছে, এর মাধ্যমে মানুষ তার feminine energy কে nurture করতে শেখে, যা কিনা তার জীবনে একটা ভারসাম্য এনে দেয়। বিড়াল পুষেই সে এক ধরনের পরিপূর্ণতা খুঁজে পায়, সেখানে বিড়াল পোষাতে তার কত খরচ হচ্ছে, কতটা ঝামেলা পোহাতে হচ্ছে, কিংবা কতটা সময় ও শক্তির অপচয় হচ্ছে তার হিসাব হয় না; অন্তরের গভীর প্রশান্তিই এখানে মূল কারন।
[Cats are the spirit animal of women. They are very independent animal, they can survive on their own, still they choose to stay in some household areas and take all the care and attention they can get. They are open to receive, i mean they are very receptive. Where they find love and care only there they stay, and enjoy all the love with grace with joy. Is it ever occurred that they are so overjoyed seeing his owner, never. Cat doesn’t care that much about owner, whoever it is she doesn’t submit to any authority. As long as the situation is in favor of her she will stay, otherwise she will leave. She even does nothing for the owner, still he who care for cat knows that it is for his own benefit he is keeping a cat. Having a cat he feels fulfilled. The owner never calculate the cost or other earthy benefit, he or she only find his/her inner peace having a cat.]