Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ভালোবাসা বিভ্রম

যদি বলি এতো ভালোবাসাবাসি সব মিথ্যে!
মা-বাবার ভালোবাসাও মিথ্যে হয়ে যায়,
সন্তানকে তারা ভালোবাসে নিজেদেরই প্রয়োজনে।
শর্ত আরোপিত ভালোবাসা ভেঙ্গে যায় সহজেই তাই-
আমি কখনও বলিনা যে, ‘তোমায় ভালোবাসি’।
জানি আমিও মনে মনে কিছু চুক্তিপত্রে সই করেছি;
ধরে নিয়েছি আজীবন তুমি আমাকেই ভালোবাসবে।
আমার যত কমতি, যত সব ভুল-ভ্রান্তি সবই –
তোমার চোখ এড়িয়ে যাবে, গুণগুলোই বড় হয়ে উঠবে।
এও জানি কখনও ভুলেও যদি অন্য কাউকে ভালোবাসো
তাহলে তোমার সাথে আমার সারাজীবনের আড়ি!!
এমনও তো হতে পারে তোমাকেই আমার আর ভালো লাগেনা!
আমি প্রেমে মজেছি অন্য কারোর সঙ্গে – কি হবে তখন?
যে পক্ষ থেকেই হোক, চ্যুতি-বিচ্যুতি ঘটাই তো স্বাভাবিক !
প্রতিবেলা একই মেন্যু কতদিন রোচে আর মুখে!
অনেকের ভাতেই পোষায়- ডাল ভাত, খিচুড়ি, বিরিয়ানী।
আমার তো মাঝে মধ্যে মুখে ভাত রোচে না
চাপ-পরোটা, ভাজা-পোড়ায় অম্লদোষ হয় বুঝে সান্তনায় থাকি!
তাই অন্যদের মতো অত বাড়াবাড়ি রকমের দর্প করিনা।
কেউ যদি মাঝে মধ্য চিকেন চাপ আর পরোটা খেয়ে নেয়
তাকে আমি গুরু দন্ডে দন্ডিত করতে যাই না!
আমি লজ্জায় মরে যায়, এই ভেবে আমারো তো মাঝে মধ্যে –
অন্যকিছু ভালো লাগে, নেহাতই অন্য কিছু!
তড়িঘড়ি মনের লাগাম টানতে টানতেই ব্যাস্ত হয়ে যাই
যদিওবা অন্যকে গালাগাল দিয়ে মনে খানিকটা শান্তি পাই!

#কবিতা ২২/০১/২০২৫

tamziadmin
tamziadmin
Articles: 75