Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

আমার ভেতর এক বিশাল গহীন সমুদ্র
তার গভীর অস্তিত্ব আমি অনুভব করি
সেখানে ঢেউয়ের পর ঢেউ আসে
জোয়ারের পর ভাটার খেলা চলে
মাঝে মধ্যে তুমুল জলের স্রোত তুলে
চারপাশ ভাসিয়ে দেয়, ডুবে যায় সব।
চারপাশে মানুষের মনে হাহাকার
কখনও সমুদ্র দর্শনের সুযোগ হয়নি তাই।
গোলমেলে চারিদিক থেকে মুক্তি পেতে
আমি আমার ভেতরে ডুব দিই
মনে মনে সমুদ্রপাড়ে হেঁটে চলে যাই,
সাগরতীরে ঢেউয়েদের ভাঙ্গন দেখি।
আমার মনের খেয়ালে ভাবনারা সব
একেকটা ঢেউয়ের মতোই আসে
একটার পর আরেকটা হানা দেয় সাগরপাড়ে।
নিরবিচ্ছিন্ন ভাবনার জলোচ্ছাসে আমি দিশেহারা হই
আদিগন্ত সেই ভবসাগরের যেনো কোন শেষ নেই।
কখনও মৃদুমন্দ তালে, কখনওবা ভীষণ আক্রোশে-
সেই ভাবনাগুলো আঘাত হানে, নাড়িয়ে দিয়ে যায়,
নিপুণ হাতে গড়া সব বাঁধ ভেঙ্গে দিতে চায়।
প্রানপণ চেষ্টা করে শেষে অসহায় দাঁড়িয়ে থাকি।
ভাবনার স্রোতে আমিই হার মানি।।
ভাবলেশহীন চোখে দাঁড়িয়ে দেখি সব।
অনাকাংখিত যা ভাবনা আসে তাকেও-
বরন করে নিই অতি আপনজনের মতোই
ভাবনাদের সাথে কোন বিবাদে জড়াতে নেই
যত্ন করতে না পারলেও তাকে বুঝতে ক্ষতি কি!
আমার সমস্তটা জুড়ে যার অস্তিত্ব বিরাজ করে,
তাকে কি করে অস্বীকার করি বলো?
ভবসাগরের খেলায় মেতেছি যখন-
বিনোদনের আজ খোঁজ করতে হয়না।
ঢের হয়েছে ডুবে ডুবে জল খাওয়া, প্রতীক্ষার প্রহর গোনা
এইবার চির কাংখিত সেই সমুদ্রস্নানে যাওয়ার পালা!
#কবিতা ২২/০১/২০২৫