Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বিশাল জলরাশিতে আমার বড্ড ভয় হয়।
তুমুল খরস্রোতে ভেসে যাওয়ার আশংকা;
কিংবা অতল গভীরে ডুবে যাওয়ার ভাবনা ।
তবে জল নাহলেও তো একদমই চলেনা
বিকট বিশ্রী খরা আমি দেখেছিলাম
চারিদিক খাঁ খাঁ করা এক বিষন্নতা
মনে হয় যেন এক বিশাল শুণ্যতা
সবকিছু এক নিঃশ্বাসে গ্রাস করে নেবে।
সবুজ প্রান্তর ফেটে চিরে চৌচির, যেনো-
নিমিষেই সব ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাবে।
এক আঁজলা জলও দিতে পারে পরম তৃপ্তি,
কিংবা ঘেমে নেয়ে ক্লান্ত অবসন্ন দেহে স্নান সুখ।
ভালো করেই জানি, জল ছাড়া কিছুই চলেনা।
সাগরের বিশালতায় আমি মুগ্ধ না হয়ে পারিনা;
তবে সাঁতার না জেনে তাতে ডুব দেয়া মানা।
ওদিকে কত দাপুটে সাতাড়ু তলিয়ে গেলো অকালে।
তাই সাতার শেখাতেও আর তেমন আগ্রহ হয় না!
বেশ তো আছি হাঁসফাঁস গরমে কুয়োর জলপানে
সাগর জলের বড় বড় গপ্প আর এডভেঞ্চার
অন্যরা করে বেড়ায় তো করুক না।
আমার ভাই অতসব ঝক্কি ঝামেলা গায়ে সয়না।
সাগরজলে কে না স্নান করতে চায় দুয়েকবার!
এক আধটু পা ভিজিয়েই বেশ চলে আমার।
#কবিতা ২২/০১/২০২৫