Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

মোটা ভাইঃ ভাবী আপনি মাইনিস ফিগার তাও এতো বেছে খান কেনো?
ভাবীঃ ভাই এই আপনাদের মতো ফ্যানদের জন্যই এতো বেছে চলি। জানেনই হালের ক্রেজ হচ্ছে গিয়ে শুকনা থাকা তাই আর কি সেই ক্রেজ এ তাল দিয়ে চলি। আবার ধরেন গিয়ে আমার ফ্যানবেজ যদি মোটা বলে আমাকে কদর করতো তাহলে মোটা হয়েই গর্ব নিয়ে চলতাম, সবাইকে মোটা হতে উৎসাহ দিতাম। মোটা হলে পরে কি কি সুবিধা এইগুলো ফলাও করে প্রচার করতাম। দলে দলে সবাইকে মোটাদের ছায়াতলে আশ্রয় নিতে বলতাম! আমার শ্লোগান থাকতো ” মোটা হয়েছি বেশ করেছি, তোর বাবার কি?! তোর দাদার কি?!” কিংবা শুকনাদের উদ্দেশ্য করে বলতাম ” ক্যায়া রে চিকনা! পারলে মোটা হয়ে দেকাও দিকিনি”! তাই এখন আমি আপনাকে বলছি ভাই “পারলে চিকনা হয়ে দেখান দেখি”! হিঃ হিঃ হিঃ
মোটা ভাইঃ (অনেক পুরান কিছু ছবি খুজে খুজে বের করে…) দেখেন ভাবী আগে কত শুকনা ছিলাম আমি!
ভাবীঃ ওই সবার একই প্যাঁচাল! আগের ছবি কে দেখতে চেয়েছে?! 😛 আগে কেমন ছিলেন সেটা ম্যাটার করেনা এখন আর! আপনি যদি এখন ওরকম থাকতেন তাও নাহয় চোখের প্রশান্তি হতো, খালি মনে করেন আপনাদের চোখের আরামের দরকার পড়ে?! আমাদের ভাবীদের চোখ আরও বেশী সেনসিটিভ, খালি মুখের ওপর আমরা বেশী কিছু বলিনা বলে!