Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

বাড়ি কেনা সমাচার

কাজিন১ঃ আর কতদিন ট্যা ট্যা করে ঘুরে বেড়াবি তোরা? এই আমার কথা ধর, সেই কবে থেকে একটা বাড়ি কেনার ইচ্ছা, কিন্তু তালে মিলছে না আমার- বাড়ি পছন্দ হয় তো বাজেট ছাড়ায়ে যায়?  আশেপাশের সবাই তো বাড়ি কিনছে নাহয় কেনার চিন্তা ভাবনা করছে! তোরা কবে কিনবি?

কাজিন২ঃ হ্যা ভাই বাড়ি কেনার হুজুক দেখে বিয়ের আগেকার সময়ের কথা মনে পড়ে গেলো। আমার কাছে বাড়ি কেনা আর বিয়ে করা একই ব্যাপার মনে হয়-কমিটমেন্ট। ভাড়া বাসায় আছি মনে মনে ফূর্তি লাগে আজ টিনার কাছে আছি কাল মিনার কাছে থাকবো, কোন কমিটমেন্ট নাই হেঃ হেঃ হেঃ । কিন্তু ইলিয়াস ভাইকে দেখো এক বাড়ি কিনছে, কিনে তো ধরা খেয়ে গেছে!বেচারা!!

কাজিন১ঃ ইলিয়াস ভাই কিসে ধরা খাইলো?!

কাজিন২ঃ আজকে এইটা নষ্ট তো কাল ওইটা নষ্ট, নতুন (কুমারী!)বাড়ি কিনছে, তারপরও সমস্যা লেগেই আছে। এখন বাড়িটায় থাকতেও পারে না, আর বেচতে গেলেও কেনা দাম পর্যন্ত উঠেনা।

কাজিন১ঃ পিন্টু ভাইকে দেখ, কত সস্তায় কি সুন্দর লোকেশনে কত মস্ত বাড়িটা কিনেছেন। কপাল জোরে ওইরকম একটা বাড়ি মেলে। তুই ও কেন, এখনই কিনতে না পারলেও দেখতে থাক, এই যে আমি কতদিন যাবত একটা ভালো বাড়ি খুঁজছি সবকিছু মিলে আর হয় না। খুঁজতে থাক, তাহলে এক সময় না এক সময় মিলে যাবে।

কাজিন২ঃ দেখো ভাই বিয়ের আগেও আমার একই রকম কথা ছিলো এখনও তাই আছে। বাড়ি কিনবো যে না তা কিন্তু না। খুব বেশি পছন্দ হলে আর বাজেটে মিললে তবেই বাড়ি কিনবো। নাহলে এই যে ভাড়া বাসায় আছি, আমার কোন কমপ্লেন নেই। টিনা যেমন ভালোবাসে, মিনাও কত যত্নআত্তি করে, এগুলা এনজয় করি ভাই, কেনো আমার সুখ তোমার পছন্দ হচ্ছেনা। অত খুঁজতে পারবো না, হুট করে মিলে গেলে তবেই কেনা হবে, সবকিছু মিলে এমন পছন্দ হবে যে না কিনে পারবো না হেঃ হেঃ হেঃ। এতো কষ্ট করে খুঁজে পরে যদি আবার থাকতে না পারি কিংবা বেচে দিতে হয় তাহলে তো তা ডিভোর্সের মতোই বেদনাদায়ক হবে ভাই। কি দরকার অতো প্যাড়া নেওয়ার! যত কম কষ্ট, তত বেশি স্বস্তি। এই আমার বউয়ের কথাই ধরো না, নিতান্তই জুটেছিলো বলে বিয়েটাও হয়েছে, বাজার যাচাই বাছাই করে তো মনে হয় না ঠকেছি!

কাজিন১ঃ এতো ত্যানা প্যাঁচাতে পারিস। বাড়ি কেনার কথা জিজ্ঞাসা করলাম আর কি হাবিজাবি প্যাচাল জুড়ে দিলি! পারিসও তুই!

কাজিন২ঃ বাড়ি কেনার কথা জিজ্ঞাসা করে ভালোই করেছো ভাই! আমার তো মাথায় ওই চিন্তা ছিলো না। তুমি জিজ্ঞেস যখন করেছো তখনই মাথায় চিন্তা গুলো খেলে গেলো। বিয়ে করার আগেকার সময়ের মতোই ব্যাপারটা ঘটে গেলো। সবাই যখন কিনছে তখন আমারও তো বাড়ি একটা কিনতেই হয়! হ্যাঁ আমিও বাড়ি কেনার ব্যাপারে পজিটিভ, কিন্তু বেশি কষ্ট করতে পারবো না, কোন ভালো একটা বাড়ি ঘাড়ে এসে পড়লে আর একটা ভালো অফার দিলে বাড়ি না কিনে আমি যাবো কই বলো?! পছন্দ নাহলে কখনোই কিনবো না, তা যতো ভালো অফারই আসুক না ক্যান! লাগে তো সারাজীবন ভাড়া বাসায় থাকবো এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। তুমি কি বলো?!

কাজিন১ঃ তোর স্ট্র্যাটেজি মন্দ না। আমিও ট্রাই করে দেখতে পারি, তবে তোর মতো বিষয়টা অতো হাল্কা করে নিতে পারবো না। তুই বড্ড ছেলেমানুষী করিস। বয়স হয়েছে ঠিকই কিন্তু বুদ্ধিটা তোর সেই বাচ্চাদের মতোই রয়ে গেলো!

tamziadmin
tamziadmin
Articles: 75