Physical Address

304 North Cardinal St.
Dorchester Center, MA 02124

ক্লেশের সমাপ্তি

নিত্যদিনের জীবন পানসে লাগে

হাতরে খুঁজে পাই অসংখ্য সম্ভাবনা

নুন আনতে পান্তা ফুরোয় যদিও

মনের ভেতর বিশাল একটা জগৎ

সেখানে দিগন্ত জোড়া মাঠ

সারি সারি আমগাছ

আর দড়িলাফ খেলার ব্যাপক আয়োজন।

এক্কা দোক্কা, বউছি, কিংবা চন্ঠি পান্ঠি

উদার মনের আড়ালে নাকি বড় পরিসরের দরকার পড়ে

কীন্তু সেই পরিসরে এসে দেখি

মনের ভেতর খুব সংকোচ লুকানো থাকে

মানুষের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে

সব বিদ্বেষ পুষে রাখে

সেই রাগ ক্ষোভ অভিমান ঝেড়ে ফেলার জায়গা কোথায়?

অনেক বড় পরিসরে গেলে

এসব ছোটখাটো ব্যাপারে মাথা ঘামানোর আছে কোন উপায়?

বড় বড় দালানে বড় বড় অফিস

সেই অফিসের বড় কর্তাদের

অনেক বড় বড় কাজ

তাদের কি আর হেঁয়ালিপনা চলে?

দুদন্ড সময় কি তারা হেলাফেলায় কাটায় আয়েসে?

কচি খুঁকি টি সেজে আর কতদিন?

সংসার সামলাতে হবে না?

হাল ধরতে গেলে আবার পাল তুলতেও চায়

কেন বাপু এক জায়গায় ঠাঁয় দাঁড়িয়ে থাকতে পারোনা?

পায়ে তোমার শেকড় গজাতে হবে

নিজের সবটা দিয়ে পরিনত হবে বিরাট বৃক্ষে

মানুষ ফলটা পেড়ে খাবে

ফুলটা ছিঁড়ে নিবে

ডালপালা ভেঙে দেবে

কেউ কেউ বা আবার গাছ না দেখে

কাঠের হিসেব করে বসবে

তারপর সেখানটায় নতুন গাছ লাগানোর আয়োজন হবে।

গাছটার কেউ যত্ন নিবে

কেউবা উপরে ফেলে দিতে চাইবে

ফলবতী না হলে গাছের গোড়ায় চলবে কুড়োল।

এখন খোলা প্রান্তরের আবার বড় অভাব

ছোট ছোট বনসাই ই ভরসা

ইচ্ছেমত ট্রিমিং করা যায়

সাজিয়ে রাখা যায় ইনডোরে

মহীরুহে রূপ দিতে যে অনেক জায়গার অপচয়।

এত ফেলনা জায়গা আছে নাকি

বড় বড় দালান কোঠা উঠবে

কত ডেভেলপমেন্ট বাকি

মাঝেমাঝে একটু ট্যুরে গেলেই

অন্যসব সভ্যদেশ ঘুরে এলেই

মনের ভান্ডার খুলে যাবে

দেশটা ছোটলোকের জায়গা

বলা যাবে বিনা ক্লেশে।

tamziadmin
tamziadmin
Articles: 75